Prothomalo:
2025-08-01@02:03:38 GMT

সাপটা সত্যি ছিল, তবে...

Published: 26th, March 2025 GMT

চলছে এইচবিওর বহুল চর্চিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় মৌসুম। এই সিরিজে চেলসি চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ব্রিটিশ অভিনেত্রী এমি লু উড। থাইল্যান্ডে হয়েছে এবারের মৌসুমের শুটিং। পর্দায় দেখা যায়, এমি সাপের কামড় খেয়েছেন। সেই সাপ সত্যি কি না, তা নিয়েই চলছে জল্পনা। সম্প্রতি বিবিসি ওয়ানের ‘দ্য জনাথন রস শো’তে এসে ‘সাপ-রহস্য’ ফাঁস করেছেন এমি।

‘সাপটা অবশ্যই সত্যি ছিল, তবে পা নকল। শুটিংয়ে নকল পা বানানো হয়, সেখানেই কামড় দেয় সাপ। থাইল্যান্ডে যাওয়ার আগের দিন আমার বাড়িতে শুটিং ইউনিটের একজন আসেন, তিনি কৃত্রিম পা তৈরির জন্য আমার পায়ের মাপ নেন; তখন অবশ্য জানতাম না নেপথ্যের কারণ। তবে নকল পা কী দিয়ে বানানো হয়েছে, তা জানি না,’ বিবিসির অনুষ্ঠানে বলেন অভিনেত্রী।

‘দ্য হোয়াইট লোটাস’-এ এমি লু উড। ছবি: আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ