দিনাজপুরে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল করিম (৫০) নামে ট্রাফিক পুলিশের একজন টিএসআই নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় কাহারোল উপজেলার এগার মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাফিকের টিএসআই দিনাজপুর ডিভিশনে কর্মরত ছিলেন। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুরে।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো.

মারুফাত হোসাইন বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে বীরগঞ্জ ট্রাফিক চেকপোস্ট থেকে ডিউটি শেষ করে মোটরসাইকেল যোগে দিনাজপুরে আসছিলেন। পথে এগার মাইল নামক স্থানে শামীম এন্টারপ্রাইজ নামের একটি বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” 

ঢাকা/মোসলেম/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ