ঋষভ পন্তের ওপর রেগে গিয়ে টেলিভিশন ভাঙলেন উপস্থাপক
Published: 28th, March 2025 GMT
আইপিএল উপলক্ষে ইউটিউব চ্যানেল ‘স্পোর্টস তাক’–এ সরাসরি অনুষ্ঠান চলছিল। এমন সময় হঠাৎ তিনি মেজাজ হারিয়ে টেবিলে থাকা শক্ত কোনো বস্তু তুলে নিয়ে ছুঁড়ে মারেন পেছনে থাকা টেলিভিশনে। এতে স্ক্রিন ফুটো হয়ে টেলিভিশন বন্ধ হয়ে যায়।
এটুকুতেই ক্ষান্ত হননি। স্টুডিওর কাঁচের টেবিলেও ধাক্কা দেন। এতে টেবিলের সঙ্গে সাজিয়ে রাখা একটি ব্যাট মঞ্চ থেকে ছিটকে পড়ে। এ সময় তাঁকে শান্ত করার চেষ্টা করেন পাশে থাকা এক ব্যক্তি।
এমন অদ্ভুত কাণ্ড যিনি ঘটিয়েছেন, তিনি অনুষ্ঠানেরই উপস্থাপক! নাম তাঁর পঙ্কজ। গত রাতে সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচ পরবর্তী আলোচনা অনুষ্ঠানে তাঁর মেজাজ হারানোর কারণ ঋষভ পন্তের হতশ্রী ব্যাটিং। অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তও উপস্থিত ছিলেন।
আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি রুপিতে পন্তকে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অর্থের ঝনাঝনানির এই টি–টোয়েন্টি লিগের ইতিহাসে ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যানই সবচেয়ে দামি খেলোয়াড়। লক্ষ্ণৌর অধিনায়কও করা হয়েছে তাঁকে। কিন্তু রেকর্ড দামের চাপ ঠিকই টের পাচ্ছেন পন্ত। সবচেয়ে দামি হওয়ায় তাঁর কাছ থেকে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি।
আরও পড়ুননিলামে কেউ কেনেনি, সেই ‘লর্ড’ শার্দূলই এখন সর্বোচ্চ উইকেটশিকারি৬ ঘণ্টা আগেনিজের দিনে যেকোনো বোলিং আক্রমণকে গুঁড়িয়ে দিতে পারেন পন্ত। মাঠের সব পাশেই উদ্ভাবনী শট খেলে দর্শকদের বিনোদনও দিয়ে থাকেন। কিন্তু এ বছর তাঁকে ছন্দে দেখা যাচ্ছে না। গত সোমবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লক্ষ্ণৌর জার্সিতে নিজের অভিষেক ম্যাচে ০ রানে আউট হন পন্ত। গুরুত্বপূর্ণ সময়ে স্টাম্পিংও মিস করেন। ম্যাচটা শেষ পর্যন্ত ১ উইকেটে হেরে যায় লক্ষ্ণৌ।
এবারের আইপিএলে রান তুলতে পন্তকে যেন সংগ্রাম করতে হচ্ছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ
অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী।
বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।