পরনে পাঞ্জাবি। মাথার চুলগুলো এলোমেলো। হুইলচেয়ারে বসা অভিনেতা মোশাররফ করিম। তার ডান পায়ে ব্যান্ডেজ। হুইলচেয়ারে বসা মোশাররফ করিমকে ঠেলে নিয়ে যাচ্ছেন কয়েকজন। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এভাবে প্রবেশ করেন এই তারকা অভিনেতা।

ঈদুল ফিতরে মুক্তি পাবে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমা। শাকিব-নিশোদের সঙ্গে ঈদের বাজারে প্রতিযোগিতা করবে সিনেমাটি। ট্রেইলারে প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে এটি। শনিবার (২৯ মার্চ) রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্স সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে হুইলচেয়ারে বসে প্রবেশ করেন মোশাররফ করিম। 

‘চক্কর ৩০২’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তারপরই প্রশ্নে উঠে, সিনেমাটির প্রচারের অংশ হিসেবে কি হুইলচেয়ারে বসে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন মোশাররফ করিম? তবে ‘চক্কর ৩০২’ সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন জানান, এটি সিনেমার প্রচারের কোনো অংশ নয়। 

আরো পড়ুন:

আনন্দ মেলার উপস্থাপনায় ইমন, সঙ্গে নাবিলা

ঈদের দুই নাটকে মোশাররফ করিমের সঙ্গী ঊর্মী

ব্যাখ্যা করে শরাফ আহমেদ জীবন গণমাধ্যমকে বলেন, “মোশাররফ ভাইয়ের পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরও যে তিনি প্রিমিয়ারে আসবেন এটা আমরা কল্পনাও করিনি। তার ডেডিকেশনের জায়গা থেকে এসেছেন। এজন্যই মোশাররফ ভাই সেরা।”

মোশাররফ করিম বলেন, “এখানে উপস্থিত হয়ে যারা সিনেমাটি দেখলেন তারাই বলতে পারবেন এটি কেমন হয়েছে। এটুকু বলতে পারি, সবাই দারুণ অভিনয় করেছেন। কারণ জীবন সবার থেকে অভিনয়টা আদায় করে নিয়েছেন। এতে নতুন কয়েকজন শিল্পী কাজ করেছেন; তারাও কোনো অংশেই কম করেননি। তাদের নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে।”

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘চক্কর’ সিনেমা। প্রথমে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘বিচারালয়’। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশে নাম পরিবর্তন করে রাখা হয় ‘চক্কর ৩০২’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র হ ইলচ য় র অন ষ ঠ কর ছ ন

এছাড়াও পড়ুন:

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু

রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।  

তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।

এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ