ঈদযাত্রা স্বস্তির, ফেরার সময়েও ভোগান্তি হবে না: উপদেষ্টা
Published: 30th, March 2025 GMT
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেছেন, এবার সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর আছে। তাই, ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। আশা করছি, ফেরার সময়েও কোনো ভোগান্তি হবে না।
রবিবার (৩০ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে কাউন্টারে থাকা স্টাফ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তিনি যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়ার বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাস মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে জেলা ও হাইওয়ের পুলিশ নিরলসভাবে কাজ করছে।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।