ঈদযাত্রা স্বস্তির, ফেরার সময়েও ভোগান্তি হবে না: উপদেষ্টা
Published: 30th, March 2025 GMT
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেছেন, এবার সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর আছে। তাই, ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। আশা করছি, ফেরার সময়েও কোনো ভোগান্তি হবে না।
রবিবার (৩০ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে কাউন্টারে থাকা স্টাফ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তিনি যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়ার বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাস মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে জেলা ও হাইওয়ের পুলিশ নিরলসভাবে কাজ করছে।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।