ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই দলগুলোর মধ্যে প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াই। তবে ব্যক্তিগত অর্জনের জন্যও চলে আরেকটি প্রতিযোগিতা, অরেঞ্জ ও পার্পল ক্যাপ দখলের দৌড়। সর্বোচ্চ রান সংগ্রাহক পান অরেঞ্জ ক্যাপ, আর সর্বোচ্চ উইকেটশিকারি পান পার্পল ক্যাপ।  

লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান আপাতত অরেঞ্জ ক্যাপের মালিক। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩০ বলে ৭৫ রান করার পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৬ বলে করেছেন ৭০ রান। দুই ইনিংসে তার মোট রান ১৪৫, যা এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ। একই সঙ্গে ১৩টি ছক্কা মেরে তিনি ছক্কার তালিকাতেও শীর্ষে রয়েছেন।  

দ্বিতীয় স্থানে আছেন এক ভারতীয় ব্যাটসম্যান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪১ বলে ৭৪ রান করার পর তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৭ রান। তার ছক্কার সংখ্যা ৮টি। দুই ম্যাচে ১২৪ রান করা মিচেল মার্শকে পেছনে ফেলে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।  

বোলারদের তালিকায় সবচেয়ে বেশি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের নূর আহমেদ। চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিয়েছেন আরও ৩ উইকেট। সব মিলিয়ে দুই ম্যাচে ৭ উইকেট তার ঝুলিতে। তার ঠিক পরেই রয়েছেন শার্দুল ঠাকুর। দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে তিনি তালিকার দ্বিতীয় স্থানে আছেন।  

তবে আসর এখনও অনেক বাকি। শেষ পর্যন্ত কে শীর্ষস্থান ধরে রাখতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

এবার পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

কাশ্মীর হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানে বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভারত। এই ব্যবস্থার মধ্যে পড়লেন দেশটির তারকারা। ভারতের বিনোদন জগতেও তাদের নিষিদ্ধ করার দাবি উঠেছে। 

ভারতশাসিত কাশ্মীরের পেলেহগামের বৈসরণ এলাকায় গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হন। ভারতের পক্ষ থেকে এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়। অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তের শূন্যরেখায় গুলি বিনিময়ের ঘটনাও ঘটছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতে পাকিস্তানি তারকাদের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। ইনস্টাগ্রামে তাদের অনুসারীর একটা বড় অংশ ভারতীয়। কিন্তু পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

প্রতিবেদনে বলা হয়, হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ  এবং সানাম সাঈদসহ বেশ কয়েক পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউডে কাজ করছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো শিল্পীরা। 

সম্পর্কিত নিবন্ধ