ইউরোপের অন্য দেশগুলোর মতো জার্মানিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। আবহাওয়া ততটা ভালো না থাকলেও কোথাও কোথাও উন্মুক্ত মাঠে বা পার্কে ঈদের জামাত হয়েছে। জার্মানপ্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরে ঈদ উৎসবের আয়োজন করেছেন।

রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিভিন্ন জামাতে মানুষের ঢল নামে। জার্মানিতে বাংলাদেশি অধ্যুষিত শহর হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্ট ও অফেনবাগ। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সব থেকে বড় ঈদুল ফিতরের জামাতটি অনুষ্ঠিত হয়েছে ফ্রাঙ্কফুর্ট রেলস্টেশনের কাছে মোসেল সড়কের একটি মিলনায়তনে। সেখানে তিন শতাধিক মানুষ ঈদের জামাতে অংশ নেন।

হ্যানোভারে ঈদের জামাতের পর প্রবাসী বাংলাদেশিরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ