হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে গান যোগ করার নতুন সুবিধা চালু করেছে মেটা। এর ফলে ব্যবহারকারীরা স্ট্যাটাসে ছবি বা ভিডিওর সঙ্গে সরাসরি গান যুক্ত করতে পারবেন। সুবিধাটি এরই মধ্যে চালু হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী আরও বিস্তৃত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্যাটাসে যোগ করা কনটেন্টের মতোই গান সংযুক্ত করার এই সুবিধাও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। এর ফলে ব্যবহারকারীরা কোন গান যুক্ত করছেন বা কী শেয়ার করছেন, তা হোয়াটসঅ্যাপ দেখতে পারবে না। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার সময় পর্দার ওপরে মিউজিক নোট আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপের মিউজিক লাইব্রেরি উন্মুক্ত হবে। ব্যবহারকারীরা এখান থেকে পছন্দের গান বেছে নিতে পারবেন। স্ট্যাটাসের ধরন অনুযায়ী গান সংযুক্ত করার সময়সীমা নির্ধারিত থাকবে। ছবির ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ সেকেন্ড এবং ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত গান যোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মিউজিক লাইব্রেরিতে লক্ষাধিক গান রয়েছে, যেখান থেকে ব্যবহারকারীরা তাঁদের মনের মতো গান খুঁজে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপে গান যোগ করার এই নতুন সুবিধা মূলত ইনস্টাগ্রামের স্টোরি, রিলস ও প্রোফাইল মিউজিক সুবিধার মতোই। ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা আগে থেকেই স্টোরি ও রিলসে গান যুক্ত করতে পারতেন। এবার হোয়াটসঅ্যাপেও একই ধরনের সুবিধা চালু হওয়ায় দুটি প্ল্যাটফর্মের অভিজ্ঞতা আরও কাছাকাছি চলে এল। হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, সুবিধাটি ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হচ্ছে এবং পর্যায়ক্রমে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প য ক ত কর য গ কর

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ