কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) লস এঞ্জেলস এফসির (এলএএফসি) মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ইনজুরি থেকে ফিরে এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন মেসি। কিন্তু তার ফেরার ম্যাচে লস এঞ্জেলস এফসির বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে মায়ামি। আর এই হারে সেমিফাইনালে ওঠার পথ অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে মেসি-সুয়ারেজদের জন্য।

ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে। এ সময় মার্ক দেলগাদোর পাস থেকে নিচু শটে গোল করেন ওর্ডাজ।

গোল হজম করে ম্যাচে ফিরে আসতে মরিয়া ছিল মেসির ইন্টার মায়ামি। অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর আগে আরেকটি ফ্রি কিক দারুণভাবে রুখে দেন এলএএফসি গোলরক্ষক হুগো লরিস।

আরো পড়ুন:

ফিরেই মেসির গোল, শীর্ষে উঠলো মায়ামি

মেসি-মার্তিনেজবিহীন আর্জেন্টিনা হারিয়ে দিল উরুগুয়েকে

এখন দ্বিতীয় লেগের চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে গেল মায়ামির জন্য। যদি তারা হোম ম্যাচে গোল হজম করে, তাহলে ২-১, ৩-২ বা ৫-৪ গোলে জিতলেও লাভ হবে না। অ্যাওয়ে গোলের নিয়মে এগিয়ে থাকবে এলএএফসি। তাই সেমিফাইনালে যেতে হলে মেসিদের দুর্দান্ত পারফরম্যান্সের বিকল্প নেই।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ