মধুচন্দ্রিমা বাদ দিয়ে আইপিএলে এসে দুই হাতে বোলিং!
Published: 4th, April 2025 GMT
বিশ্বজুড়ে আইপিএলের কদর যে কতটা, তা আবারও প্রমাণ করলেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। সদ্য বিবাহিত এই ক্রিকেটার হানিমুন বাতিল করে আইপিএল খেলতে গেছেন ভারতে! শুধু তাই নয়, এক ম্যাচে দুই হাতেই বল করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
আইপিএলের এবারের আসরে ৭৫ লাখ রুপিতে কামিন্দুকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে মাঠে নেমে এক ওভার বোলিং করে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। যদিও তার দল ৮০ রানে ম্যাচ হেরে গেছে, তবে নজর কাড়েন কামিন্দু তার অনন্য বোলিং দক্ষতায়। ইনিংসের ১৩তম ওভারে প্রথম, তৃতীয় ও চতুর্থ বল করেন বাঁ হাতে; আর দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ বল করেন ডান হাতে। স্বীকৃত ক্রিকেটে এমন দক্ষতা খুবই বিরল। এর আগে কেবল হাশান তিলকরত্নে ও হানিফ মোহাম্মদের নাম পাওয়া যায় এই তালিকায়।
চলতি আইপিএলে যোগ দিতে আসার আগে দীর্ঘদিনের প্রেমিকা নিশনিকে বিয়ে করেন কামিন্দু। বিয়ের পর পরিকল্পনা ছিল দেশের বাইরে গিয়ে মধুচন্দ্রিমা কাটানোর। কিন্তু আইপিএলের ব্যস্ত সূচির কারণে সেই পরিকল্পনায় ছেদ পড়ে। শেষমেশ শ্রীলঙ্কার পাহাড়ঘেরা শহর হাপুতালেতেই সংক্ষিপ্ত সময়ের জন্য হানিমুন সেরে নেন তারা।
বিয়ের পরিকল্পনাকারী পাতুম গুনাবর্ধনা জানান, ‘হাপুতালেতে খুব অল্প সময়ের জন্য তারা মধুচন্দ্রিমায় ছিলেন। এরপরই কামিন্দুকে আইপিএলে যোগ দিতে হয়েছে, ফলে দেশের বাইরে যাওয়া আর হয়নি।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫