বিআরটিএ’র অভিযানে ৩৩৮ মামলা, ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
Published: 5th, April 2025 GMT
অতিরিক্ত ভাড়া আদায়, গতিসীমা লঙ্ঘন, রুট ভায়োলেশনসহ নানা অনিয়মের বিরুদ্ধে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (৪ এপ্রিল) বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিআরটিএ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ লঙ্ঘনের অভিযোগে পরিচালিত এই অভিযানে মোট ৩৩৮টি মামলা দায়ের করা হয়। এতে জরিমানা আদায় হয়েছে মোট ৬ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। পাশাপাশি ৪টি মোটরযান ডাম্পিং (অপসারণ) করা হয়েছে।
অভিযানে ধরা পড়া বিভিন্ন অনিয়মের মধ্যে উল্লেখযোগ্য ছিল-অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত মাল বহন (ওভারলোড), হাইড্রোলিক হর্ন ব্যবহার, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং একাধিক যাত্রী বহনসহ নানা ধরণের আইন লঙ্ঘন।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিআরটিএ জানিয়েছে।
ঢাকা/হাসান/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব আরট এ পর চ ল
এছাড়াও পড়ুন:
নির্বাচনে বিএনপির মনোনয়ন আলোচনায় যেসব তারকা
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে—এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোও তাই নির্বাচনমুখী। অন্তর্বর্তী সরকার বারবার জানিয়েছে, যে করেই হোক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন তারা সম্পন্ন করবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে যাঁরা এগিয়ে আছেন, তাঁরাই আলোচনায় আছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিনোদন অঙ্গনের তারকারাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তাঁদের নামও শোনা যাচ্ছে।
বেবী নাজনীন