মুগদায় একটি ভবনের চার ফ্ল্যাটে ডাকাতি
Published: 7th, April 2025 GMT
রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউন সোসাইটির একটি ভবনের চারটি ফ্ল্যাটে আজ সোমবার ভোরের দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ডাকাতেরা টাকা ও সোনার অলংকার লুট করে নিয়ে গেছে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ভোরের দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ওই ভবনের সামনে আসে। তাদের মধ্য থেকে সাত–আটজন ভবনের দেয়াল টপকে ভেতরে ঢুকে ডাকাতি করে। তাদের সবার মুখ কাপড় ও মাস্ক দিয়ে ঢাকা ছিল।
ওসি বলেন, ওই ভবনের আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনো ডাকাতদের শনাক্ত করা যায়নি। তবে যেসব ফ্ল্যাটে ডাকাতি হয়েছে, সেখানে তাদের আঙুল ও পায়ের পাতার ছাপ রয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সিআইডির মাধ্যমে ডাকাত দলের সদস্যদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, একটি বেসরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা মিলে জমি কিনে নিজেরাই বাড়িটি বানিয়ে বসবাস করছিলেন। সেখানে ডাকাতেরা ঢুকে অস্ত্রের মুখে ভবনের নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তলার ফ্ল্যাটগুলোর চারটির দরজা ভেঙে ডাকাতি করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুনধানমন্ডিতে র্যাব পরিচয়ে ভবনে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি, পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৬২৭ মার্চ ২০২৫গত ২৬ মার্চ ভোরে রাজধানীর ধানমন্ডি ৮ নম্বর সড়কে ভিকারুননিসা স্কুলের গলিতে ছয়তলা একটি ভবনে ভোরে দুর্ধর্ষ ডাকাতি হয়। র্যাব পরিচয়ে একদল ব্যক্তি নিরাপত্তাকর্মীদের মারধর করে ও বেঁধে রেখে ভবনের গয়নার দোকান ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রায় সাড়ে ৩৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। একপর্যায়ে তারা পুলিশের ওপরও হামলা চালায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভবন র
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী