মুগদায় একটি ভবনের চার ফ্ল্যাটে ডাকাতি
Published: 7th, April 2025 GMT
রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউন সোসাইটির একটি ভবনের চারটি ফ্ল্যাটে আজ সোমবার ভোরের দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ডাকাতেরা টাকা ও সোনার অলংকার লুট করে নিয়ে গেছে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ভোরের দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ওই ভবনের সামনে আসে। তাদের মধ্য থেকে সাত–আটজন ভবনের দেয়াল টপকে ভেতরে ঢুকে ডাকাতি করে। তাদের সবার মুখ কাপড় ও মাস্ক দিয়ে ঢাকা ছিল।
ওসি বলেন, ওই ভবনের আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনো ডাকাতদের শনাক্ত করা যায়নি। তবে যেসব ফ্ল্যাটে ডাকাতি হয়েছে, সেখানে তাদের আঙুল ও পায়ের পাতার ছাপ রয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সিআইডির মাধ্যমে ডাকাত দলের সদস্যদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, একটি বেসরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা মিলে জমি কিনে নিজেরাই বাড়িটি বানিয়ে বসবাস করছিলেন। সেখানে ডাকাতেরা ঢুকে অস্ত্রের মুখে ভবনের নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তলার ফ্ল্যাটগুলোর চারটির দরজা ভেঙে ডাকাতি করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুনধানমন্ডিতে র্যাব পরিচয়ে ভবনে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি, পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৬২৭ মার্চ ২০২৫গত ২৬ মার্চ ভোরে রাজধানীর ধানমন্ডি ৮ নম্বর সড়কে ভিকারুননিসা স্কুলের গলিতে ছয়তলা একটি ভবনে ভোরে দুর্ধর্ষ ডাকাতি হয়। র্যাব পরিচয়ে একদল ব্যক্তি নিরাপত্তাকর্মীদের মারধর করে ও বেঁধে রেখে ভবনের গয়নার দোকান ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রায় সাড়ে ৩৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। একপর্যায়ে তারা পুলিশের ওপরও হামলা চালায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভবন র
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ
কাশ্মীর হামলা ঘিরে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেছিলেন।
ভারতের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তের আতারি-ওয়াঘা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ২৫ এপ্রিল ২০২৫