বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলায় এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী এক লাখ ৪৯ হাজার ৬৪৩ জন, অনিয়মিত পরীক্ষার্থী ৩২ হাজার ৪৪৩ জন এবং জিপিএ উন্নয়ন রয়েছে ৩২৪ জন। দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতায় ২৭৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থী মোট ২৮০টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশ নেবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষায় বিভাগের আট জেলার মধ্যে রংপুরে ৫১টি কেন্দ্রে ৩২৯৮৫ জন, গাইবান্ধার ৪০টি কেন্দ্রে ২৫৩০৩ জন, নীলফামারীর ২৭টি কেন্দ্রে ২১১২১ জন, কুড়িগ্রামের ৩৪টি কেন্দ্রে ২০৫৩৪ জন, লালমনিরহাটের ২০টি কেন্দ্রে ১৩৮৫৫ জন, দিনাজপুরের ৬২টি কেন্দ্র ৩৮১৩২ জন, ঠাকুরগাঁওয়ের ২৪টি কেন্দ্রে ১৭৯৮৪ জন এবং পঞ্চগড়ের ২২টি কেন্দ্রে ১২৪৯৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এবারের এসএসসি পরীক্ষায় বোর্ডের আওতায় রংপুর বিভাগে এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯২৬৭০ জন এবং ছাত্রী ৮৯৭৪০ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএসস পর ক ষ র থ পর ক ষ য় এক ল খ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা