এলাকার বাইরে অভিযান, ডিবি পুলিশ কর্মকর্তা বরখাস্ত
Published: 10th, April 2025 GMT
নির্ধারিত এলাকার বাইরে গিয়ে অভিযান করায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আউয়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে গত শনিবার তাকে বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযানে আটক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা রেখে ছেড়ে দেওয়ার অভিযোগ থাকলেও প্রাথমিক তদন্তে সেটা প্রমাণিত হয়নি।
বরখাস্তের খবর বুধবার জানাজানি হলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.
জানা গেছে, মহানগরের বাইরের উপজেলাগুলো জেলা গোয়েন্দা পুলিশের আওতাধীন। অভিযুক্ত আউয়াল মহানগরের বাইরের এলাকা গৌরনদীতে গত ২৬ মার্চ অভিযানে যান। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানের স্ত্রীকে ইয়াবাসহ আটক করেন। পরে ইয়াবা ও নগদ ৭৪ হাজার টাকা রেখে মিজানের স্ত্রীকে ছেড়ে দেন। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। সহকারী পুলিশ কমিশনার রিয়াজ হোসেনের তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত এএসআই আউয়ালকে বরখাস্ত করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগীর হোসেন জানান, আউয়াল নির্ধারিত এলাকার বাইরে গিয়ে অভিযান করায় তার বিরুদ্ধে তদন্ত হয়। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ইয়াবা ও নগদ টাকা রেখে আটক নারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়নি।
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল বরখ স ত এল ক র তদন ত আউয় ল
এছাড়াও পড়ুন:
পল্লী বিদ্যুতের সাব-স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাব-স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় ওই ব্যক্তির পরনে কালো চেক শার্ট, জিন্স প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা ছিল।
আরো পড়ুন:
খালে ভাসছিল যুবকের লাশ
ঝলসানো যুবকের মরদেহ মিলল নদীর পাশের জঙ্গলে
দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, ‘‘ধারণা করছি, সাব-স্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিছু তার চুরিও হয়েছে। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’’
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চুরি করতে গিয়েছিলেন কিনা সেটা তদন্তের পরে বলা যাবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব