রূপগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৭
Published: 10th, April 2025 GMT
রূপগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় কোন পরিক্ষার্থীকে বহিস্কার করা না হলেও অনুপস্থিত রয়েছেন ৫৭ জন পরিক্ষার্থী। পুরো উপজেলায় এ বছর ছাত্রছাত্রী মিলে মোট পরিক্ষার্থী ছিল ৬ হাজার ১৬৮ জন শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র ২ হাজার ৯৫২ জন এবং ছাত্রী ৩ হাজার ২১৬ জন।
বৃহস্পতিবার দুপুরে (১০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরিক্ষার প্রথম দিনে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ঈসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
পর্যবেক্ষণের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, রূপগঞ্জ উপজেলায় মোট ১৬টি পরিক্ষা কেন্দ্রের জন্য ৫ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছি। সুশৃঙ্খলভাবে এসএসসি পরীক্ষা-২০২৫ সম্পন্ন করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন নারায়নগঞ্জ জেলা প্রশাসন।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে জেলার সকল কোচিং সেন্টার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে চলাচলের নির্ধারিত সীমানা লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হবে।
পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কোন সেটে পরীক্ষা হবে তা জানায়। আমরা তখনই তা সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠিয়ে দিই। এখন পর্যন্ত সব কেন্দ্রে সময়মতো প্রশ্নপত্র পৌঁছেছে এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।”
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীরা জানিয়েছে, প্রশ্ন সহজ হয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে। এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সবার উচিত সঠিকভাবে পরীক্ষা দিয়ে ভালো ফল অর্জন করা।”
পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে শিক্ষা মন্ত্রণালয় একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ, প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ, প্রশ্নপত্র নিরাপদ পরিবহন ও বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি এবং পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ পর ক ষ র থ র পগঞ জ
এছাড়াও পড়ুন:
কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ, ২৭ পদে আবেদন শুধু অনলাইনে
বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন (Online) ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে।
পদের নাম ও বর্ণনা—
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৩. ইউডিএ/কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৪. ধর্মীয় শিক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা; হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।
৫. অটোমেকানিক
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।
৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল৬. ড্রাইভার
পদসংখ্যা: ১৩
গ্রেড: ১৫
বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
৭. ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত।
এআই/প্রথম আলো