ছুটির দিনে হঠাৎ করেই হাতিরঝিল পরিদর্শনে এসেছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় হাতিরঝিল এলাকার ঝিল রেস্টুরেন্ট, আইল্যান্ড ও সার্ভার রুম ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে ঝিল রেস্টুরেন্টের পাশে আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় তিনি দুইদিনের মাঝে তা অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি হাতিরঝিলে অপরিচ্ছন্নতা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি কড়া নির্দেশনা প্রদান করেছেন। শুক্রবার হাতিরঝিল এলাকার বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে রাজউকের সকল প্রকল্পের বর্তমান অবস্থা এবং চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত তদারকির করেন।

এ সময় তিনি হাতিরঝিল এলাকার ঝিল রেস্টুরেন্ট, আইল্যান্ড ও সার্ভার রুম ঘুরে দেখেন। পরিদর্শনকালে ঝিল রেস্টুরেন্টের পাশে আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় তিনি দুইদিনের মাঝে তা অপসারণের নির্দেশ দেন এবং পরবর্তীতে রেস্টুরেন্টের চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। 

এছাড়াও প্রকল্প এলাকার প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি লাইটিং সিস্টেম ও পাম্পিং সিস্টেমের কার্যক্রম অবলোকনের জন্য সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

রাজউক চেয়ারম্যান বলেন, জনসাধারণের কাছে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সদা সচেষ্ট থাকতে হবে। এমনকি ছুটির দিনসমূহেও আমাদের দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে। কোনভাবেই কোন কাজে অবহেলা বা ঘাটতি রাখা যাবে না। সাধারণ মানুষকে যেন কোন প্রকার দুর্ভোগ না পোহাতে হয় সে লক্ষ্যে আমরা রাজউক সংশ্লিষ্ট সকলে একযোগে কাজ করবো।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জউক এল ক র র জউক

এছাড়াও পড়ুন:

ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের

তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর বিশ্ববরেণ্য ইসলামী বক্তা ড. জাকির নায়েককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ দেওয়ার দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী।

সোমবার (৩ নভেম্বর) এ দাবিতে ঢাবি উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথা জানান তারা।

আরো পড়ুন:

বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়: ডাকসু

ঢাবি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ২ কমিটি

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ড. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ ও মানবতাবাদী সংগঠক। তিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং মানবকল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তার প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ নামের সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী বৃত্তি ও সহযোগিতা পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

তারা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ষড়যন্ত্রে তাকে দেশত্যাগে বাধ্য করা হলেও মালয়েশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে, তাহলে তা দেশের মর্যাদাকে আরো উজ্জ্বল করবে।

এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে ডিগ্রি প্রদান করে দাবি জানান।

এছাড়া তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের প্রতি ক্রমবর্ধমান বুলিং, হ্যারাসমেন্ট ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার স্থানে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা উপাচার্যের সঙ্গে আলোচনায় জেনেছি, ইতোমধ্যেই হ্যারাসমেন্ট ও সাইবার ট্যাগিং প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কমিটি দ্রুত কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা শাস্তির আওতায় আসে।
 

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ