তিন ফিফটিতে স্কটিশদের বিপক্ষে রেকর্ড রান জ্যোতিদের
Published: 15th, April 2025 GMT
পাকিস্তানে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান করেছে বাংলাদেশ।
ওয়ানডে ফরম্যাটে যা বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রান। বড় এই রান করার পথে বাংলাদেশ নারী দলের তিন ব্যাটার ফিফটি করেছেন। তারা হলেন- ওপেনার ফারজানা হক, তিনে নামা ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও চারে ব্যাট করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
লাহোরের স্পোর্টস কমপ্লেক্স মাঠে এদিন টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ওপেনিং জুটি ঠিক জমেনি। ইসমা তানজিম ও ফারজানা ৩৫ রানের ওপেনিং জুটি গড়েন। ইসমা ফিরে যান ১৪ রান করে। সেখান থেকে ফারজানা ও শারমিন ১০৩ রান যোগ করেন। শারমিন ফিরে যান ৭৯ বলে ৫৭ রান করে। সাতটি চার মারেন তিনি।
পরেই আউট হন ফারজানা। তার ব্যাট থেকে ৮৪ বলে ৫৭ রানের ইনিংস আসে। ছয়টি চারের শট মারেন এই ওপেনার। এরপর নিগার সুলতানা ঝড়ো ব্যাটিংয়ে দলের রান বড় করেন। উইকেটরক্ষক এই ব্যাটার ৫৯ বলে ৮৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট ১১টি চারের শট আসে। এছাড়া ঋতু মনি ১২ ও ফাহিমা খাতুন ২২ বলে ২৬ রানের ইনিংস খেলেন।
ওয়ানডে ফরম্যাটে এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ রান ছিল ২৭১। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ওই রান করেছিল জ্যোতির দল। ওই ম্যাচে ১৭৮ রানে জিতেছিল নারী ক্রিকেট দল। তার আগে গত বছর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে করা ২৫২ রান ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ রান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক র ক ট দল র ন কর
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।
ঢাকা/শহিদুল/রফিক