দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
Published: 20th, October 2025 GMT
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রুমান দেওয়ান (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বয়েজ ক্লাবসংলগ্ন এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
রুমান পোশাকের একটি শোরুমের সেলসম্যান ছিল। তার বাবা মো. সানি দেওয়ান। তিনি ছিটকাপড়ের ব্যবসায়ী। তাঁর একমাত্র ছেলে রুমান।
সানি দেওয়ান জানান, কাজ শেষে গতকাল রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরছিল রুমান। পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা রুমানের বুকে ও ডান পায়ে ছুরিকাঘাত করে। রুমানকে রাস্তার পাশে ফেলে রেখে তারা যায়। পরে সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় রুমানকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। দিবাগত রাত দেড়টার দিকে রুমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফরচুন সুজের নতুন সচিব নিয়োগ
পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডে নতুন কোম্পানি সচিব নিয়োগ (চলতি দায়িত্বে) দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন সচিব নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
নয় মাসে ন্যাশনাল হাউজিংয়ে মুনাফা বেড়েছে ১২ শতাংশ
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
সূত্র জানায়, ফরচুন সুজের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল হোসেন। তিনি ১৮ অক্টোবর থেকে কোম্পানিতে সচিব পদে কাজ শুরু করেছেন।
ফরচুন সুজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৭০ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ার সংখ্যা ১৭ কোটি ৬ লাখ ৬২ হাজার ২৬৩টি। সর্বশেষ চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৬.৬৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২.৪৪ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/এসবি