‘পৃথিবী পাল্টাতে’ চাওয়া মানুষটির ৪৪ দিনের গল্প
Published: 20th, October 2025 GMT
ক্যারিশম্যাটিক, ঠোঁটকাটা আর বিতর্কিত।
তবু অনেকের চোখে তিনি সর্বকালের সেরা কোচদের একজন। ইতিহাসে মাত্র চারজন কোচ দুটি আলাদা ক্লাবের হয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগ জিতেছেন, তিনি তাঁদের একজন।ডার্বি কাউন্টি আর নটিংহাম ফরেস্টের হয়ে তাঁর সাফল্য জায়গা করে নিয়েছে ফুটবলের গল্পগাথায়। সুন্দর ফুটবল খেলানোর দর্শন আর স্পোর্টসম্যানশিপ নিয়ে আলাদা অধ্যায় লেখা যায় তাঁর নামেই। তবু প্রশ্ন থেকে যায়—কেন তিনি কখনো ইংল্যান্ড জাতীয় দলের কোচ হতে পারেননি? আজও সেই প্রসঙ্গ ঘুরেফিরে আসে নানা পডকাস্ট আর আলোচনায়।
তিনি ব্রায়ান ক্লফ—‘গ্রেটেস্ট ম্যানেজার ইংল্যান্ড নেভার হ্যাড।’
তাঁর ঝলমলে কোচিং ক্যারিয়ারে যেমন আলো আছে, তেমনি ছায়াও। ১৯৭৪ সালে লিডস ইউনাইটেডের কোচ হিসেবে টিকেছিলেন মাত্র ৪৪ দিন। প্রশ্নটা তখনো ছিল, এখনো আছে। না, ক্লফ ব্যর্থ হয়েছিলেন কেন, এ প্রশ্ন নয়। তার চেয়ে বড় প্রশ্ন, তিনি লিডসের দায়িত্বই–বা নিয়েছিলেন কেন?
কারণ, ফুটবল–দর্শনের জায়গা থেকে ক্লফ আর লিডসের আগের কোচ ডন রেভি—দুজন ছিলেন সম্পূর্ণ বিপরীত মেরুতে। রেভির লিডস বিশ্বাস করত শক্তি ও শারীরিক লড়াইয়ের ফুটবলে, যেটাকে অনেকে বলতেন ‘ডার্টি ফুটবল’। সেই লিডস ও রেভির তীব্র সমালোচক ছিলেন ক্লফ নিজেই। কিন্তু ১৯৭৪ সালের জুলাইয়ে রেভি যখন ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিলেন, তখনই তাঁর রেখে যাওয়া ক্লাবটির দায়িত্ব নেন ক্লফ।
ব্রায়ান ক্লফ চরিত্রে দারুণ অভিনয় করেন মাইকেল শিন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবিতে দোয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে রাবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান হাবিব বলেন, ‘‘দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি ক্রান্তিলগ্নেও দেশ ছেড়ে যাননি। উনার এক ছেলে যখন মারা যান এবং আরেক ছেলে জেল হাজতে, তখন তাকে বিদেশে চলে যেতে বলা হয়েছে কিন্তু তিনি যাননি। ফ্যাসিস্ট আমলে তাকে সামান্য সম্মানটুকুও দেওয়া হয়নি। আল্লাহর কি কুদরত, তাকে এখন ভিভিআইপি পারসন ঘোষণা করা হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সকলে বুঝতে পেরেছে, তাকে এখন কতটা প্রয়োজন। আমরা তার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া চাই।’’
আরো পড়ুন:
চবি ক্যাম্পাসে ভুয়া শিক্ষার্থী আটক
বেরোবিতে শিক্ষার্থীকে ছাত্রদল নেত্রীর মামলার হুমকি
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাইন উদ্দীন বলেন, ‘‘একটা দেশ, একটা জাতিকে যদি শেষ করতে হয়; তাহলে ওই জাতির লিডারশিপ শেষ করে দিলে জাতি পঙ্গু হয়ে যায়। বর্তমানে দেশে এমন একটা নেতৃত্ব দরকার, যেখানে জাতি ঐক্যবদ্ধ হবে। বেগম খালেদা জিয়া সেরকম একজন মানুষ। এ জাতি ওনাকে একজন কমন নেতৃত্ব হিসেবে মানে, উনি যদি দাঁড়ান তাহলে জাতি ওনার পিছনে দাঁড়িয়ে যান। এমন একজন নেতৃত্ব বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। পুরো দেশ তার জন্য দোয়া করছে। আমরাও দোয়া করব, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’’
সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘‘দেশনেত্রী খালেদা জিয়াকে মহান আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। বেগম জিয়ার এই সংকটময় সময়ে শিশু থেকে শুরু করে সবাই তার জন্য দোয়া করছে এবং অনেকে তার সুস্থতার জন্য রোজা রেখেছেন ও দান-সদকা করে যাচ্ছেন।’’
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা/ফাহিম/বকুল