ত্রিদেশীয় সিরিজ খেলবে নারী ফুটবলাররা, কবে-কোথায়
Published: 18th, April 2025 GMT
জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব। গ্রুপ ‘সি’তে মিয়ানমার ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বাহরাইন ও তুর্কমেনিস্তান। বড় আসরে লড়াইয়ের আগে নিজেদের অবস্থান বোঝার জন্য প্রথমে শক্তিশালী কোনো দেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এরই ধারাবাহিকতায় মে মাসের ফিফা উইন্ডোতে জর্ডানে ট্রাই নেশন্স সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। স্বাগতিক জর্ডান ছাড়া অন্য দলটি হলো ইন্দোনেশিয়া। বাংলাদেশের দুটি ম্যাচ হবে ৩১ মে এবং ৩ জুন। কোন দিন কোন প্রতিপক্ষ, সেটা এখনও নির্ধারণ হয়নি। তিন দল খেললেও সেখানে কোনো ট্রফি দেওয়া হবে না। ট্রাই নেশন্স খেলতে ২৭ মে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ নারী দলের।
বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ মাধ্যমের সামনে এসব তথ্য তুলে ধরেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ভালো দেশের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি বা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। এরই ধারাবাহিকতায় জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি আমরা। জর্ডান আমাদের ২৯ মে থেকে আতিথেয়তা দিতে পারবে। পিটার (কোচ পিটার বাটলার) আমাকে বলেছেন দু’দিন আগে যেতে পারলে সেটা আমাদের জন্য ভালো হয়। কোচের সঙ্গে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৭ মে দল পাঠাব। তিন দিন ওখানে অনুশীলন হবে।’
র্যাঙ্কিংয়ে জর্ডান ৭৪ এবং ইন্দোনেশিয়ার অবস্থান ৯৪তম। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়ান কাপের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশের মেয়েরা। বর্তমানে সিনিয়র ১০ নারী ফুটবলার আছেন ভুটানে। জাতীয় দলের বাকিরা দেশে প্রস্তুতি নিচ্ছেন। অতীতে অনেক দেশে খেলার প্রস্তাব পেলেও বাফুফে ছাড়পত্র দেয়নি মেয়েদের।
এশিয়ান কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে ভুটানের মতো দেশের লিগে এবার সাবিনাদের অনুমতি দেওয়ায় প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে কিরণের ব্যাখ্যা, ‘সাবিনাদের সঙ্গে এ নিয়ে আমি কথা বলেছিলাম। সাবিনা বলেছে পারোতে (সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়ার ক্লাব) ভালো মানের ট্রেনিং হবে। তারা অনুশীলনে থেকে ফিটই থাকবে। বিশেষ করে পারো মেয়েদের জন্য খানিকটা মানসিক স্বস্তিরও। মেয়েরা একটা অবস্থানের (কোচের সঙ্গে বিদ্রোহ) মধ্য দিয়ে যাচ্ছিল। ওদের একটা মেন্টাল রিক্রিয়েশনের দরকার ছিল। ওরা বলেছে আমরা যদি ভুটানে খেলি, তাহলে আমাদের অবস্থাটা আরও ভালো হবে। আমরা ভালোভাবে ফিরতে পারব। মেন্টালি যদি আপনি ভালো না থাকেন, তাহলে কিন্তু কোথাও কোনো কিছু করতে পারবেন না। এই দিক বিবেচনা করলে আমি মনে করি মেয়েদের ভুটান লিগে খেলার অনুমতি দেওয়াটা সঠিক।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র ফ টবল প রস ত ত র জন য অবস থ ফ টবল
এছাড়াও পড়ুন:
তৃতীয় ম্যাচেও হার, ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বসুন্ধরা কিংসের
এএফসি চ্যালেঞ্জ লিগে তিন ম্যাচেই হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বসুন্ধরা কিংস। কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে আজ রাতে ‘বি’ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে কুয়েত স্পোর্টস ক্লাবের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবটি। আগের দুই ম্যাচেও হেরেছিল তারা।
আজ ম্যাচের প্রথম মিনিটেই ক্রস থেকে হেডে স্বাগতিক দলের ইউসুফ নাসের গোল করে কুয়েতে ক্লাবকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে তাহা ইয়াসিন খেনিসির ডান পায়ের নিখুঁত প্লেসিংয়ে করেন দ্বিতীয় গোল।
এই ম্যাচে কিংসের একাদশে ছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকো, যাঁকে এই ম্যাচে দেওয়া হয় অধিনায়কের দায়িত্বও। টুর্নামেন্টে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। মেহেদি হাসান শ্রাবণের জায়গায় গোলরক্ষক পরিবর্তন করেও ভাগ্য বদলায়নি কিংসের।
কুয়েত যাওয়ার আগে কিংসের আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ বলেছিলেন, ভালো কিছু করাই তাঁর দলের লক্ষ্য। নিয়মিত অধিনায়ক তপু বর্মণও স্বপ্ন দেখিয়েছিলেন সমর্থকদের। কিন্তু তিন ম্যাচেই হেরে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে কিংসকে।
শেষ ম্যাচের আগেও বিড়ম্বনায় পড়তে হয় কিংসকে। স্টেডিয়ামে যাওয়ার পথে দলের বাসের একটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই সুস্থ ছিলেন, যদিও এতে স্টেডিয়ামে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
গ্রুপ পর্বে ২৫ অক্টোবর কিংস প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওমানের ক্লাব আল সিবের। সেই ম্যাচে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় কিংস। দ্বিতীয় ম্যাচে লেবাননের আল-আনসারের কাছে হার ৩-০ ব্যবধানে। তিন ম্যাচে কিংস করেছে মাত্র একটি গোল, বিপরীতে হজম করেছে সাতটি।
গত বছরও এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে তিন ম্যাচই হেরেছিল কিংস।