শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন
Published: 19th, April 2025 GMT
ঢাকার উত্তরায় বেসরকারি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের আট শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের ফটকে মানববন্ধন করেছে ছাত্রদল। একই সঙ্গে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচিরও হুমকি দেওয়া হয়েছে।
কলেজের দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ ও বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার পক্ষে কর্মসূচি পালনের জেরে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে বলে ছাত্রদলের দাবি।
শনিবার বেলা ১১টার দিকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ফটকে ছাত্রদলের নেতা–কর্মীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনের পর তাঁরা মেডিকেল কলেজটির অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার হরণ করে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। যদিও গত জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটে, তবু তাঁর অনুসারীরা এখনো বহাল তবিয়তেই আছেন। কলেজটিকে আওয়ামী লীগের প্রয়াত নেতা ও মন্ত্রী মোহাম্মদ নাসিমের পরিবার রাজনৈতিক কার্যালয়ের মতো ব্যবহার করত বলে অভিযোগ করেন তিনি।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় মনসুর আলী মেডিকেলের ফটক বন্ধ করে অসংখ্য আহত ছাত্র-জনতাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ করেন শ্যামল মালুম। তিনি বলেন, গত ১৯ নভেম্বর সচেতন কিছু ছাত্র-জনতা কলেজের দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করলে নাসিমের পরিবার এবং তাদের পোষ্য কর্মকর্তাদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন শুরু হয়। পরে মিথ্যা মামলার পাশাপাশি আট শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
মানববন্ধনের পর ছাত্রদলের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে অধ্যক্ষ তাঁদের দাবির ব্যাপারে সঠিক সিদ্ধান্ত না নিলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর হবে।
এ কর্মসূচিতে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি রেহেনা আক্তার শিরিন ও রেজওয়ানুল হক সবুজ, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম তারিক, গাজী মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ড ক ল কল জ ছ ত রদল র কল জ র
এছাড়াও পড়ুন:
১ কোটি শিশু শিক্ষার্থীর অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনর এক কোটি শিশু শিক্ষার্থীর অধিকার নিশ্চিতের দাবিতে বন্দরে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষক-শিক্ষকারা।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বন্দর উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবারে স্মারকলিপি দাখিল করা হয়।
মানববন্ধরে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান এ এইচ এম শামীম আহমেদ, মহাসচিব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব সাইফুল ইসলাম রুবেল, শিক্ষক হাসান কবির, আনোয়ার হোসেন, আরিফ হোসেন, মাহবুব আলম, শামীমা আক্তার বর্ণা, রোকসানা আক্তার প্রমুখ।
বক্তরা বলেন, বাংলাদেশে ৬৫ হাজার ৭শ’ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। যা দেশেরন ৫০ শতাংশ শিক্ষার চাহিদা পূরণ করে থাকে। আর এ সকল স্কুলে প্রায় ১ কোটির অধিক শিশু শিক্ষার্থী লেখা পড়া করে। আর ৫ম শ্রেণীতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী রয়েছে। যারা ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সরকারি বৃত্তিতে অংশ নিয়েছে।
কিন্তু গত ১৭ জুলাই বর্তমান সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিতে অংশ গ্রহণ বাতিল করে। যার কারণে ১ কোটি শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পতিত হয়েছে।
বক্তরা আরো বলেন, বাংলাদেশের সংবিধানে ১৭ অনুচ্ছেদে দেশের সকল শিশুদের সমান অধিকার দেয়া হয়েছে। বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিশুদের বুত্তিতে অংশগ্রহণ করতে না দেয় মানে সংবিধানের ও মানবাধিকার লঙ্ঘন। আমরা এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি। যাতে শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।