‘যার মা-বাপ নাই, এই দুনিয়ায় হের তো কেউ নাই। হামনেগো দেওয়া এই নতুন জামা-কাপড় পাইয়া খুব খুশি হইছি। মোর কি যে আনন্দ লাগতাছে হেডা কইতা পারছি না। হামনেগো এই নতুন জামা পইরা ঘুইরা বেড়ামু।’ পটুয়াখালীর সুহৃদদের দেওয়া উপহার হিসেবে নতুন জামা-কাপড় পেয়ে এ কথাগুলো বলছিল সুবিধাবঞ্চিত ৯ বছরের শিশু মিতু আক্তার।
মিতুর মা-বাবা বেঁচে থেকেও তারা নেই। মিতুর মা মিতুকে ছোট সময় ফেলে রেখে অন্য কারও হাত ধরে চলে যান। পরে বাবাও অন্য নারীকে বিয়ে করে আলাদা সংসার করছেন। মিতুর আশ্রয়স্থল হয় দাদা-দাদির সংসারে। দাদা ঢাকা শহরে রিকশা চালান এবং দাদি পটুয়াখালী শহরে বিভিন্ন মানুষের বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালান। এ উপার্জনে মিতুর পড়াশোনা চালিয়ে নিচ্ছেন তারা। ঈদের নতুন জামা-কাপড় পেয়ে খুশি ছোট্ট শিশু জান্নাতুল। সে জানায়, ‘মোর বাবা ঢাহা শহরে রিকশা চালায় আর মা এইহানে মানসের বাসাবাড়িতে কাম-কাইজ করে। তিন বেলা ভালো খাইতেও কষ্ট হয়। মা-বাপে কী দিয়্যা মোগোরে নতুন নতুন জামা-কাপুড় কিন্যা দিব’– এমন প্রশ্ন শিশু মাইসা, রজব, নুর হোসেনসহ দুস্থ ও সুবিধাবঞ্চিত অন্য শিশুদেরও। সমকালের ২০ বছর উপলক্ষে ২০ জন দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুকে উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেন পটুয়াখালীর সুহৃদরা। তত্ত্বাবধান করেন সমকালের জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন। v
সহসভাপতি সরকারি কলেজ, পটুয়াখালী
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ নত ন জ ম
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী