অ্যামাজন ও ওয়ালমার্টকে ভারতের বাজারে পূর্ণ প্রবেশাধিকার দিতে চাপ দেবে যুক্তরাষ্ট্র
Published: 22nd, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যামাজন ও ওয়ালমার্টের মতো মার্কিন অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোকে ভারতের ই–কমার্স বাজারে পূর্ণ প্রবেশাধিকার দিতে দেশটির ওপর চাপ দেওয়ার চিন্তাভাবনা করছে। আজ মঙ্গলবার যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতে ১২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের ই–কমার্স বাজার রয়েছে।
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির আলোচনায় ই–কমার্সের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা। ওই আলোচনায় খাদ্য থেকে গাড়ি পর্যন্ত নানা খাত অন্তর্ভুক্ত থাকবে।
তবে ট্রাম্প প্রশাসন ভারতের কাছ থেকে কী ধরনের পদক্ষেপ আশা করছে, তা পত্রিকাটি বিস্তারিত জানায়নি।
অ্যামাজন ও ওয়ালমার্ট ভারতে তাদের স্থানীয় ইউনিটের মাধ্যমে কাজ করে। তবে তাদের পণ্য মজুত রাখা ও গ্রাহকদের কাছে সরাসরি বিক্রি করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে, যা দেশীয় প্রতিষ্ঠান রিলায়েন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স সহজেই পণ্য মজুত করে রাখতে পারে এবং তাদের বিশাল রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারে।
অবশ্য অ্যামাজন ও ওয়ালমার্টের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।
ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, যার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের শুল্ক এড়ানো।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। নয়াদিল্লির কর্মকর্তারা আশা করছেন, ৯০ দিনের মধ্যে পাল্টা শুল্ক স্থগিত থাকার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানো যাবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।