‘অরে মাইরা ফালাইবো গো, ও আল্লাহ! অরে বাঁচান।’ আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে এ কথা বলছিলেন রাজধানীর আজিমপুর থেকে গাজীপুর রুটে চলাচল করা বাসের এক নারী যাত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাসটিতে ভাঙচুর চালানো হয়। সেই সঙ্গে বাসে থাকা একজনকে ঢাকা কলেজের শিক্ষার্থী সন্দেহে মারধর করেন লাঠিসোটা হাতে থাকা তরুণরা। এতে আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করতে থাকেন মধ্যবয়সী ওই নারী। পরে তাঁকে বাস থেকে নামিয়ে আনা হয়। এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুধু ওই নারীই নন; দুই কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে আতঙ্ক ছড়ায় পুরো সায়েন্স ল্যাবরেটরি ও নিউমার্কেট এলাকায়। নিউমার্কেট-মিরপুর সড়ক যেন রণক্ষেত্রে পরিণত হয়। সড়কটিতে যান চলাচল কখনও বন্ধ, কখনও ব্যাহত হয়। পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ২০ জন আহত হন। চার ঘণ্টার দুর্ভোগ শেষে বিকেল ৩টার পর স্বাভাবিক হয় যান চলাচল পরিস্থিতি। পরে সিটি কলেজ দু’দিন বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে তুচ্ছ ঘটনার জেরে বারবার সংঘর্ষে জড়াচ্ছে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার তিনটি কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘাত সবচেয়ে বেশি। তিন কলেজ গত আট মাসে অন্তত ১১ বার সংঘর্ষে জড়িয়েছে। এমন পরিস্থিতিতে কলেজগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংকট উত্তরণের পথ খোঁজার কথা জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে গত সোমবার মারধর করে অশালীন ছবি তোলার অভিযোগ ওঠে। এর জেরে গতকাল বেলা ১১টার দিকে জড়ো হন কলেজটির শিক্ষার্থীরা। এর পর তারা সিটি কলেজে গিয়ে হামলা চালান। এতে ওই কলেজের কয়েক শিক্ষার্থী আহত হন। পরে তারা সংঘবদ্ধ হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। উভয় পক্ষের হাতে লাঠিসোটা ছিল। পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তেও দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমে দুই পক্ষকে ধাওয়া করে দু’দিকে সরিয়ে দেয় পুলিশ। আবারও তারা মারমুখী হয়ে উঠলে কাঁদানে গ্যাস ছোড়া হয়; করা হয় লাঠিপেটা। দুপুর ১টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দুপুর আড়াইটার দিকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপরেও আক্রমণ করা হয়। এর মধ্যে সিটি কলেজের একটি নামফলক খুলে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। প্রধান ফটকেও ভাঙচুর চালানো হয়।

সংঘর্ষে আহত সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে ঢাকা কলেজের ছাত্র রাজিন সালেহ সমকালকে জানান, তিনি ওই পথ দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন।
সিটি কলেজের শিক্ষার্থী মো.

শামীম দাবি করেন, বাস থেকে নামার পরপরই তাঁকে ছুরিকাঘাত করা হয়। সোমবার ঢাকা কলেজের শিক্ষার্থীকে তাদের কেউ মারধর করেনি বলেও দাবি তাঁর। 
পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সোমবার ঢাকা কলেজের শিক্ষার্থীর ওপর হামলায় জড়িতরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে ছিলেন না। 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভিআইপি পরিবহনের বাস থেকে নামিয়ে কয়েক শিক্ষার্থীকে পেটাচ্ছে পুলিশ। এক শিক্ষার্থীকে পরপর বেশ কয়েকটি চড় মারেন টি-শার্টের ওপর ‘পুলিশ’ লেখা ভেস্ট পরা এক কর্মকর্তা। আরেক শিক্ষার্থীকে লাঠি দিয়ে পেটাতে দেখা যায়। বাসে উঠে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার পর পুলিশ এই অ্যাকশনে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।  

নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা করেনি বা অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, তিন কলেজের বারবার সংঘর্ষে জড়ানো ঠেকাতে করণীয় নির্ধারণে প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করবে পুলিশ।

আট মাসে ১১ সংঘর্ষ
সায়েন্স ল্যাবরেটরি এলাকার ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজ গত আট মাসে অন্তত ১১ বার সংঘাতে জড়িয়েছে বা সড়কে মারমুখী অবস্থান নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। তুচ্ছ ঘটনার জেরে সূত্রপাত হওয়া এসব সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশসহ প্রায় ২০০ জন আহত হন। গতকালের ঘটনার আগে সর্বশেষ ১৫ এপ্রিল সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজ। প্রথমে ফেসবুকে বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই কলেজের শিক্ষার্থীরা। এর জেরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। এর আগে ২০ ফেব্রুয়ারি এ দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত সাতজন আহত হন। ৯ ফেব্রুয়ারি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। 

এর আগে ৫ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারমুখী অবস্থান তৈরি হয়। প্রায় ঘণ্টাখানেক ছিল সে উত্তেজনাকর পরিস্থিতি। ২৫ জানুয়ারি সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ১৯ জানুয়ারিও কোচিং সেন্টারের সিঁড়িতে ওঠার সময় ‘ধাক্কা লাগা’র ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ হয়। 
এ ছাড়া গত ১৯ নভেম্বর বাসে ওঠাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এর পর ঢাকা কলেজের বাস ভাঙচুরের কথা ছড়িয়ে পড়লে পরদিন ২০ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে ৩৭ জন আহত হন। গত ১০ সেপ্টেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হন ১৮ জন। সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যান। এর জেরে ১৫ সেপ্টেম্বর ঢাকা কলেজের বাসে হামলা করা হয় বলে অভিযোগ ওঠে।

বিচার চাইলেন সিটি কলেজের অধ্যক্ষ
গতকাল হামলা-ভাঙচুরের পর ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন বলেছেন, ছাত্র নামের কিছু সন্ত্রাসী সিটি কলেজে অতর্কিত হামলা করেছে। আমরা এর নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে বিচার চাই। রমজানের আগেও এই কলেজের স্থাপনায় হামলা হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি, ঢাকা জেলা প্রশাসনসহ দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান, যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। 
তিনি আরও বলেন, সিটি কলেজে হামলার সময় সেখানে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন। তারা কার্যকর পদক্ষেপ নিলে এমনভাবে ভাঙচুর করা সম্ভব হতো না। সংঘাত এড়াতে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণার কথা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

 

উৎস: Samakal

কীওয়ার্ড: স ট কল জ ঢ ক কল জ দ ই কল জ র শ ক ষ র থ কল জ র শ ক ষ র থ র ব র স ঘর ষ পর স থ ত ল কল জ র র ওপর গতক ল ঘটন র ম রধর

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ