গাজীপুরে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে শ্রীপুর থানার ওসির ৫ লাখ টাকা টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হওয়ার পর তা তদন্ত করতে ফরেনসিক যাচাই করছে পুলিশ। এরই মধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। এরই মধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ভাইরাল হওয়া অডিও’র ফরেনসিক যাচাই করা হচ্ছে। কণ্ঠটা যদি সত্যিই ওসির হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ওই ব্যবসায়ীর সঙ্গে তিনি কথা বলবেন। তারা সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চান। 

গাজীপুরের শ্রীপুরে সেলিম সিকদার নামে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে  থানার শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডলের কথোপকথনের একটি অডিও ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে। সেখানে সেলিমের সঙ্গে টাকা লেনদেন নিয়ে কথোপকথন হয়েছে ওসির। ঝুট ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে  সেলিমকে ব্যাকআপ দিবেন বলে তাঁর কাছে ৫ লাখ টাকা দাবি করেন ওসি।

শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সেলিম সিকদার বলেন, এই অডিওটি আরো মাস দুয়েক আগের। তখন তাঁর কাছে আরো ৫ লাখ টাকা দবি করেন ওসি। এক পর্যায়ে ওসি তাঁকে ডেকে নিয়ে আটক করে তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা দবি করেন। ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়াও হয়েছিল তাঁকে। তবুও ওসি তাঁকে ৫ আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের একটি হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে কারাগারে পাঠান। রমজান মাসের ৬ দিন আগে ১ মাস জেল খেটে জামিনে বের হয়ে আসেন তিনি। সেলিম রিদিশা গ্রুপের রিদিশা ফর্মলা ওয়ান কারখানায় ঝুট ব্যবসা করতেন। সেই ঝুট ব্যবসা টিকিয়ে রাখার জন্য ওসিকে বারবার টাকা দিতে হয়েছে তাঁকে। 

সেলিম বলেন, ‘আমি জানতাম ওসি আমাকে ব্যবসা করতে দেবে না। এ কথা ভেবেই তাঁর সঙ্গে কথোপকথন রেকর্ড করে রেখেছিলাম।’

ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘এটা আমার কণ্ঠ নয়। সেলিমকে গ্রেপ্তার করার কারণে ক্ষুদ্ধ হয়ে তিনি সুপার এডিটিং করে অডিও ভাইরাল করেছেন।’
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ ট ব যবস তদন ত

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ