গাজীপুরে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে শ্রীপুর থানার ওসির ৫ লাখ টাকা টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হওয়ার পর তা তদন্ত করতে ফরেনসিক যাচাই করছে পুলিশ। এরই মধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। এরই মধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ভাইরাল হওয়া অডিও’র ফরেনসিক যাচাই করা হচ্ছে। কণ্ঠটা যদি সত্যিই ওসির হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ওই ব্যবসায়ীর সঙ্গে তিনি কথা বলবেন। তারা সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চান। 

গাজীপুরের শ্রীপুরে সেলিম সিকদার নামে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে  থানার শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডলের কথোপকথনের একটি অডিও ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে। সেখানে সেলিমের সঙ্গে টাকা লেনদেন নিয়ে কথোপকথন হয়েছে ওসির। ঝুট ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে  সেলিমকে ব্যাকআপ দিবেন বলে তাঁর কাছে ৫ লাখ টাকা দাবি করেন ওসি।

শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সেলিম সিকদার বলেন, এই অডিওটি আরো মাস দুয়েক আগের। তখন তাঁর কাছে আরো ৫ লাখ টাকা দবি করেন ওসি। এক পর্যায়ে ওসি তাঁকে ডেকে নিয়ে আটক করে তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা দবি করেন। ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়াও হয়েছিল তাঁকে। তবুও ওসি তাঁকে ৫ আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের একটি হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে কারাগারে পাঠান। রমজান মাসের ৬ দিন আগে ১ মাস জেল খেটে জামিনে বের হয়ে আসেন তিনি। সেলিম রিদিশা গ্রুপের রিদিশা ফর্মলা ওয়ান কারখানায় ঝুট ব্যবসা করতেন। সেই ঝুট ব্যবসা টিকিয়ে রাখার জন্য ওসিকে বারবার টাকা দিতে হয়েছে তাঁকে। 

সেলিম বলেন, ‘আমি জানতাম ওসি আমাকে ব্যবসা করতে দেবে না। এ কথা ভেবেই তাঁর সঙ্গে কথোপকথন রেকর্ড করে রেখেছিলাম।’

ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘এটা আমার কণ্ঠ নয়। সেলিমকে গ্রেপ্তার করার কারণে ক্ষুদ্ধ হয়ে তিনি সুপার এডিটিং করে অডিও ভাইরাল করেছেন।’
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ ট ব যবস তদন ত

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ