মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে তারা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেন। 

ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহকারীরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-মুখ্য সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইয়াফি আহমেদ ফাহিম। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলার টিম প্রধান মো.

তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মসূচি শেষে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করে ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ-মুখ্য সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইয়াফি আহমেদ ফাহিম।’ 

জানা গেছে, ছাত্রদলের শ্রীনগর সরকারি কলেজ শাখার কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ করা হচ্ছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, সিনিয়র সহ-সভাপতি পলাশ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিমুল, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাসিব হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাবু মোল্লা, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন টিপু, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শিপলু প্রমুখ। 

 

 

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল পদত য গ শ র নগর সরক র ছ ত রদল র স ল ইসল ম

এছাড়াও পড়ুন:

চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ

অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। 

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ