লক্ষ্মীপুরের রামগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে স্বামী নুরুল হুদাকে নমিনি করে পণ্য কিনেছিলেন মরিয়ম বেগম। এরপর সিআইডিপি কার্ডিও রেসপিরেটরি আরেস্টজনিত কারণে তার স্বামী মারা যান। এ অবস্থায় ওই পরিবারের পাশে দাঁড়ায় রামগঞ্জ ওয়ালটন প্লাজা। পাওনা টাকা মওকুফ করে দেওয়া হয় আর্থিক সুবিধা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে প্লাজার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কিস্তি ক্রেতা মরিয়ম বেগমকে এই সহায়তা দেওয়া হয়।

রাইজিংবিডির লক্ষ্মীপুর প্রতিনিধি জাহাঙ্গীর লিটনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রিজওনাল ক্রেডিট ম্যানেজার (চাঁদপুর এরিয়া) মিজানুর রহমান, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.

ফারুক হোসেন, রামগঞ্জ প্লাজার ম্যানেজার মমিনুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন:

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

ওয়ালপ্যাড ৯জি: অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটনের নতুন অ্যান্ড্রয়েড ট্যাব

ওয়ালটন প্লাজা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ জুন ওয়ালটন প্লাজা-রামগঞ্জ, লক্ষ্মীপুর শাখা থেকে কিস্তিতে মরিয়ম বেগমের স্বামী নুরুল হুদাকে নমিনি করে একটি ফ্রিজ কিনেন।গত ৪ ফেব্রুয়ারি মারা যান নুরুল হুদা। এ অবস্থায় ওয়ালটনের কিস্তি সুরক্ষা সহায়তার আওতায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।সঙ্গে কিস্তির বকেয়া টাকা মওকুফ করে দেওয়া হয়েছে।

এদিকে, ওয়ালটনের অনুদান পেয়ে কিস্তি ক্রেতা সুরক্ষানীতির জন্য ওয়ালটন পরিবারের কাছে কৃতজ্ঞ ও ওয়ালটনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।

ঢাকা/লিটন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র মগঞ জ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ