ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। পাকিস্তানের অলিম্পিক সোনাজয়ী অ্যাথলেট আরশাদ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানিয়ে তোপের মুখে পড়েছেন ভারতীয় অ্যাথলেট নীরাজ চোপড়া।

অলিম্পিকে দুটি পদক জেতা নীরাজ পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে নাদিমকে আমন্ত্রণের ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, সন্ত্রাসী হামলার পর তিনি, তাঁর মা ও পরিবার ‘ঘৃণা ও অপমানজনক’ আক্রমণের শিকার হয়েছেন।

২০২০ অলিম্পিকে সোনা ও ২০২৪ অলিম্পিকে রুপাজয়ী নীরাজ গত সোমবার ‘নীরাজ চোপড়া ক্ল্যাসিক’ নামে জ্যাভলিন থ্রোর একটি প্রতিযোগিতা নিয়ে সংবাদ সম্মেলন করেন। যা ২৪ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। নীরাজ চোপড়া ক্ল্যাসিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স ও জুলিয়াস ইয়েগো, ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী থমাস রোহলার এবং যুক্তরাষ্ট্রের কার্টিস থম্পসনের মতো অ্যাথলেটদের আমন্ত্রণ জানানো হয়।

গত বছর প্যারিস অলিম্পিকে সোনা জেতা নাদিমকেও আমন্ত্রণ করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে নীরাজ বলেন, ‘অন্য সব শীর্ষ থ্রোয়ারের মতো নাদিমকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এখন সরকারের অনুমতির ব্যাপার। নিশ্চিত হলে সবাই জানতে পারবেন।’

নীরাজের ওই সংবাদ সম্মেলন পর্যন্ত বিষয়টা ভারত সরকার নাদিমকে ভিসা দেবে কি না কিংবা তিনি আসবেন কি না পর্যায়ে ছিল। তবে মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নীরাজ।

প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোর তিন পদকজয়ী। সোনাজয়ী পাকিস্তানের আরশাদ নাদিমের বাঁয়ে ভারতের নীরাজ চোপড়া (রূপা), ডানে গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (ব্রোঞ্জ)।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অল ম প ক

এছাড়াও পড়ুন:

চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ

অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। 

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ