ভারতের রাজধানী দিল্লির ছেলে বিরাট কোহলি; কিন্তু আইপিএলে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। বিষয়টি কারও অজানা নয়।

ঘরের ছেলে কোহলি ঘরের ফিরে আইপিএলে আজ খেলতে নেমেছিলেন স্থানীয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। তাঁর ফেরাটাও হয়ে রইল স্মরণীয়। আরেকটি ফিফটিতে বেঙ্গালুরুর জয়ে দারুণ অবদান রাখলেন। দলও উঠে এল পয়েন্ট তালিকার শীর্ষে।

অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬২ রান করেছিল দিল্লি। জবাবে ৯ বল আর ৬ উইকেট বাকি রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে বেঙ্গালুরু।

এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচেই জিতল কোহলির বেঙ্গালুরু। সঙ্গে নিজেদের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আগের ম্যাচেই পাওয়া জয়ে পয়েন্ট বেড়ে দাঁড়াল ১৪। দিল্লি ১২ পয়েন্টে আটকে থেকে নেমে গেল চারে।

কোহলি ৫১ রান করে আউট হলেও বেঙ্গালুরুর জয় তখন ছিল সময়ের ব্যাপার মাত্র। এরপর টিম ডেভিড নেমেই দিল্লির বোলারদের ওপর চড়াও হয়ে দলের জয় নিশ্চিত করেন।

ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন বিরাট কোহলি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ