ক্রিকেট দুনিয়ায় একেক সময় একেকটা নাম নিয়ে তোলপাড় হয়। আপাতত ক্রিকেট দুনিয়ার সেই তোলপাড় ১৪ বছরের এক কিশোরকে নিয়ে। নাম তাঁর বৈভব সূর্যবংশী।

ভারতের এই কিশোর ক্রিকেটার প্রথমে তোলপাড় তোলেন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে বিক্রি হয়ে। এরপর তাঁকে ঘিরে আলোচনার ঝড় ওঠে আইপিএলের অভিষেকেই ছক্কা মারায়। গতকাল রাত থেকে সূর্যবংশী আলোচনায় আইপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে।

রেকর্ড গড়া সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে জিতিয়েছেন সূর্যবংশী। সেই সেঞ্চুরিও কী দাপুটে, মাত্র ৩৫ বলে ১১ ছয় ও ৭ চারে! শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৮ বলে ১০১ রান করে।

বিধ্বংসী ব্যাটিংয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার 

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। 

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

সম্পর্কিত নিবন্ধ