ভোলায় ঘরে ঘরে গ্যাস–সংযোগসহ পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনকারীরা ঢাকা থেকে ফিরে বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে লঞ্চ থেকে নেমে তাঁরা বিক্ষোভ করেন। পরে রাতে মশালমিছিল বের করা হয়। পরে আন্দোলনকারীরা শহরের বাংলাস্কুলের ভাসানীমঞ্চে অবস্থান নেন। সেখানে তাঁরা গতকাল মধ্যরাত পর্যন্ত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত সময়ে ভোলায় আসা কোম্পানির উদ্যোক্তাদের হয়রানি করা হয়েছে। এখন তাঁদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। দেশের শিল্পপতিদের ভোলায় শিল্প ও কলকারখানা নির্মাণের আহ্বান জানান তাঁরা।

বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদের আহ্বায়ক রাহিম ইসলাম বলেন, ‘২৮ এপ্রিলের বৈঠকে জ্বালানি উপদেষ্টা আবাসিক গ্যাস-সংযোগ দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টাও মেডিকেল কলেজ নির্মাণের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু আমরা ভোলাবাসী দমার পাত্র নই। পাঁছ দফা দাবি আদায়ে আমরা আরও জোরালোভাবে আন্দোলনে নেমেছি। আজ বুধবার আমরা ভোলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণসংযোগ করব।’

ভোলার ঘরে ঘরে গ্যাসসংযোগ, ভোলার গ্যাস দিয়ে কলকারকারখানা নির্মাণ, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে অবৈধ গ্যাস চুক্তি বাতিলসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে গত তিন বছর বিভিন্ন ব্যানারে আন্দোলন হচ্ছে। এই দাবিতে ১৫ এপ্রিল থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে গত রোববার রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করা হয়। পরদিন সোমবার ভোলার প্রতিনিধিদলের সঙ্গে জ্বালানি উপদেষ্টার বৈঠক হয়। বৈঠকে আশানুরূপ সাড়া না পেয়ে প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় বিক্ষোভ করেন। গতকাল বিকেলে লঞ্চে করে ভোলায় ফিরে আবার আন্দোলনের ডাক দেন তাঁরা।

আরও পড়ুনভোলার গ্যাস নিজেরা ব্যবহার করতে চান ভোলাবাসী, পাঁচ দাবিতে বিক্ষোভ-সমাবেশ২০ এপ্রিল ২০২৫ভোলা শহরের বাংলাস্কুলের ভাসানীমঞ্চে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। গতকাল মঙ্গলবার রাতে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ