Risingbd:
2025-11-03@08:51:55 GMT

হাসপাতালে অজিত কুমার

Published: 30th, April 2025 GMT

হাসপাতালে অজিত কুমার

তামিল সিনেমার সুপারস্টার অজিত কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) পায়ের ইনজুরি নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। খবর ইন্ডিয়া টুডের।

অজিতের টিমের একজনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কাজের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে ‘পদ্মভূষণ’ পুরস্কার পেয়েছেন। গত ২৮ এপ্রিল ভারতের রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করতে দিল্লিতে যান ৫৩ বছরের অজিত। গত ২৭ এপ্রিল চেন্নাই এয়ারপোর্টে উৎসুক মানুষের চাপে পায়ে আঘাত পান তিনি। পরিবারসহ দিল্লি থেকে ফিরে হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা।

সূত্রটি ইন্ডিয়া টুডে-কে বলেন, “অজিতকে দেখে চেন্নাই বিমানবন্দরে উৎসুকজনতা ভিড় করে। এসময় অজিত কুমার স্যার পায়ে সামান্য আঘাত পান। তাই তাকে ফিজিওথেরাপির জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সন্ধ্যায় অভিনেতাকে ছেড়ে দেওয়া হতে পারে। তার স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই।”

আরো পড়ুন:

‘আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, সে দেখতে চাকরানীর মতো’

গাছ থেকে লাফিয়ে বিজয়ের গাড়ির ওপরে ভক্ত (ভিডিও)

অজিত কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুড ব্যাড আগলি’। এটি পরিচালনা করেন আধিক রবিচন্দ্রন। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। গত ১০ এপ্রিল বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ