দখল-দূষণে বিপন্ন লক্ষ্মীপুরের খাল ও নদী উদ্ধারে অভিযান
Published: 30th, April 2025 GMT
লক্ষ্মীপুরের খাল ও নদী দখল-দূষণে বিপন্নপ্রায়। এ কারণে আসছে বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে ১০ দিনব্যাপী অভিযান পরিচালনার কর্মসূচি নিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) সকালে জেলা শহরের মাদাম ব্রিজ এলাকায় রহমতখালী খাল পরিচ্ছনতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মো.
আরো পড়ুন:
পদ্মায় টর্নেডো, ভিডিও ভাইরাল
বন্ধুদের সঙ্গে পদ্মায় নেমে স্কুলছাত্র নিখোঁজ
পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, আসন্ন বর্ষায় জলাবদ্ধতা থেকে সকলকে রক্ষায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সবার সহযোগিতায় সফল অভিযান সম্পন্ন হলে জলাবদ্ধতার পাশাপাশি মশার উপদ্রব থেকেও পৌরবাসী রক্ষা পাবে।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, খাল-নদী দখল ও দূষণরোধে একযোগে ১০ দিনব্যাপী পুরো জেলায় অভিযান চলবে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনায় কাজ করা হচ্ছে। প্রথম ধাপে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে অভিযান পরিচালনার। স্থানীয় এলাকাবাসী, তরুণ প্রজম্মসহ সংশ্লিষ্ট সবাইকে এ অভিযানে সহায়তা করার আহ্বান জানান তিনি।
অভিযানের ফলে আসন্ন বর্ষায় জলাবদ্ধতা থেকে সকলকে রক্ষা ও কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
লক্ষ্মীপুরে মেঘনা, ডাকাতিয়া ও ভুলুয়া নদী এবং রহমতখালী, বীরেন্দ্রখালসহ অনেক খাল ও নদী রয়েছে। জেলায় ১১৮ বর্গকিলোমিটার নদীপথ রয়েছে। নদীপথ জেলার মোট আয়তনের ২৩ শতাংশ। এর মধ্যে ডাকাতিয়া নদীর ৫৭টি পয়েন্ট, রহমতখালী খালের অর্ধশতাধিক ও ভুলুয়া নদীর ৩৭টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে পর্যায়ক্রমে অভিযান চলবে।
ঢাকা/লিটন/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নদ লক ষ ম প র
এছাড়াও পড়ুন:
দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।
ঢাকা/রেজাউল/রফিক