সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উৎস সাহার বাবা উত্তম সাহা কোলন ক্যান্সারে আক্রান্ত। রাজধানী একটি হাসপাতালে তার রাইট হেমিকোলেকটমি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

তবে চিকিৎসা এখনো সম্পন্ন হয়নি। বর্তমানে চিকিৎসা ব্যয় নিয়ে চরম সংকটে পড়েছে উৎস সাহা ও তার পরিবার।

চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার প্রয়োজন হবে।

উৎস সাহার মা একজন গৃহিণী, বড় বোন রাজেন্দ্র কলেজের স্নাতকোত্তরে অধ্যায়নরত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উত্তম সাহার জীবন এখন সংকটাপন্ন। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ি জেলায়।

পরিবারটি ইতিমধ্যেই ফরিদপুর ও ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে সব সঞ্চয় শেষ করে ফেলেছে। চিকিৎসার বাকি ধাপ সম্পন্ন করার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। এজন্য চিকিৎসার জন্য বিত্তবানসহ সবার কাছে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন উৎস সাহা ও তার সহপাঠীরা।

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা: বিকাশ/নগদ- ০১৮৫৬ ৪৫৭৮৭১, ব্যাংক অ্যাকাউন্ট- ১০৯৩২০১০০০০৩৪৭৬৭, ইউসিবি ব্যাংক, রাজবাড়ি ব্রাঞ্চ।

ঢাকা/আইনুল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উৎস স হ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ