পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানেসহ সকল গণহত্যার বিচার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রশিবিরসহ সকল দলের রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৭ মে) বিকেলে পঞ্চগড় কলেজ মোড় থেকে মিছিল শুরু হয়। শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা। এতে ছাত্রশিবিরসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেয়। 

জামায়াতে ইসলামীর সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। সম্প্রতি তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। 

আরো পড়ুন:

৭ দাবিতে উত্তাল কবি নজরুল কলেজ

গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি পালন

ছাত্রশিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিবিরের জেলা সেক্রেটারি রাশেদ ইসলাম, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদিন, সাবেক জেলা সেক্রেটারী লোকমান আলী, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলাম একজন নিরাপরাধ রাজনীতিবিদ, তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। এখনো আজহারুল ইসলামকে মুক্তি দেয়া হচ্ছে না। 

বৃহস্পতিবারের (৮ মে) মধ্যে তাকে মুক্তি দেয়ার দাবি জানান তারা। অন্যথায় তার মুক্তি না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

ঢাকা/নাঈম/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আজহ র ল ইসল ম ইসল ম র

এছাড়াও পড়ুন:

১৫ বছর পর নওগাঁ বিএনপির সম্মেলন আগামীকাল, চার পদে লড়ছেন ২০ নেতা

১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। আগামীকাল সোমবার শহরের বালুডাঙ্গা এলাকার একটি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদকের পদের জন্য মোট ২০ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি উপজেলা ও তিনটি পৌর কমিটির ১ হাজার ৪১৪ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ তিনটি পদে নেতৃত্ব নির্বাচন করা হবে।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ কারা পাচ্ছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। সম্মেলন ঘিরে শহরের বালুডাঙ্গা এলাকা প্রার্থীদের ছবিসংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ভরে গেছে।

নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুনে ভরে গেছে সম্মেলনস্থল। রোববার বিকেলে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায়

সম্পর্কিত নিবন্ধ