ই–ক্যাব নির্বাচন কবে হবে, জানালেন প্রশাসক
Published: 18th, May 2025 GMT
দেশের ই–কমার্স খাতের সংগঠন ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) ২০২৫–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৩১ মে হওয়ার কথা থাকলেও ১৪ মে নির্বাচন স্থগিত করে ই–ক্যাবের নির্বাচন বোর্ড। এবার দুই মাস পর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছেন ই–ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী। আজ রোববার বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, ‘ই–ক্যাব নির্বাচন হবে আগামী ২৬ জুলাই। যাঁরা ভোটার হতে পারেননি, তাঁরা ২৬ মের মধ্যে ভোটার হতে পারবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নতুনভাবে মনোনয়নও নেওয়া যাবে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে।’
নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামের দুটি প্যানেল ঘোষণা করেছেন আগ্রহী প্রার্থীরা। নিজেদের প্যানেলের পক্ষে সদস্যদের কাছে প্রচারণাও চালাচ্ছিলেন তাঁরা। নির্বাচনের নতুন দিন ঘোষণার বিষয়ে টিম ইউনাইটেড প্যানেলের প্রার্থী মোছা.
টিম টাইগার প্যানেলের প্রার্থী মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘আসলে মন্দের ভালো হয়েছে। আমার মনে হয়, ৩১ মে নির্বাচন হয়ে গেলে ভালো হতো। তবে এটাও ঠিক, যাঁরা ভোটার হতে পারেননি, এবার তাঁরা ভোটার হওয়ার সুযোগ পাবেন। নির্বাচনে প্রার্থীও হতে পারবেন আগ্রহীরা। এমনকি নতুন প্যানেলও তৈরি হতে পারে।’
প্রসঙ্গত, ভোটার হতে না পারায় ও নির্বাচনে ভোটার সংখ্যা কম থাকার অজুহাতে বাণিজ্য মন্ত্রণালয়ে নির্বাচন পেছানোর আবেদন করেছিলেন ই–ক্যাবের কয়েকজন সদস্য। এরপর নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে থাকলেও তা স্থগিত করা হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ ট র হত
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী