এআই ও ক্লাউড প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিল হুয়াওয়ে
Published: 18th, May 2025 GMT
বাংলাদেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কারিগরি ও সেবা কার্যক্রমের দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড ও বিগ ডেটা প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে হুয়াওয়ে। সম্প্রতি রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে অনুষ্ঠিত ‘ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক এ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ প্রযুক্তি পেশাজীবী অংশ নেন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মশালায় তথ্যভান্ডার, এআই, বিগ ডেটা, নিরাপত্তা ও পিএএএস বিষয়ে প্রশিক্ষণ দেন হুয়াওয়ের এশিয়া প্রশান্ত অঞ্চলের জ্যেষ্ঠ সলিউশন আর্কিটেক্ট নিও জিন শেং ক্যাসন, জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক সান বিং ও ক্লাউড সার্ভিস ইঞ্জিনিয়ার জিয়াং ঝেং। এ বিষয়ে হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার বোর্ড মেম্বার হ্যাভেন লিন বলেন, ‘বাংলাদেশ দ্রুত আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় ক্লাউড ও এআই প্রযুক্তির একটি বড় ভূমিকা রয়েছে, যা ভবিষ্যতের বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা দেশের আইসিটি অবকাঠামোকে আরও শক্তিশালী করতে চাই, যাতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন শিল্পে অন্তর্ভুক্তি ও উদ্ভাবনমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়। এ ধরনের কর্মশালা এই খাতের প্রতিষ্ঠান ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’
ফ্লোরা টেলিকম লিমিটেডের সিডিও শামসুল আলম বলেন, ‘হুয়াওয়ে ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫ আমাদের ক্লাউড প্রযুক্তি ও এআইয়ের সর্বশেষ উদ্ভাবনগুলো সম্পর্কে জানতে সহায়তা করেছে। এর ফলে আমরা আইসিটি অবকাঠামোয় ক্লাউড ইন্টিগ্রেশনের বিষয়ে আরও গভীরভাবে চিন্তা করতে পারব।’
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে ক্লাউড মার্কেট সময়ের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশের ক্লাউড মার্কেট সাড়ে চার কোটি মার্কিন ডলারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এআই ও ক্লাউডভিত্তিক সমাধান সংযুক্ত করার হারও বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিসিসি ও রবির জন্য প্রথম হাইব্রিড ক্লাউড চালুর মাধ্যমে হুয়াওয়ে ক্লাউড সফল যাত্রা অব্যাহত রেখেছে। বর্তমানে হুয়াওয়ে ক্লাউড ও এআই সমাধানের মাধ্যমে একাধিক শিল্পে সেবা দিচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।