ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত খুলনার তেরখাদার যুবলীগ নেতা মিনারুল ইসলামকে জুলাই যোদ্ধা হিসেবে ১ লাখ টাকা অনুদান প্রদানের ঘটনা‌ তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

রোববার রাতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডলকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার বিকেলে ‘শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধা অনুদান’ শিরোনামে সমকাল অনলাইনে সংবাদ প্রকাশ হয়। মুহূর্তের মধ্যেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র সমালোচনা। পরে রাতে খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের তথ্য জানানো হয়।

জানা যায়, তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম ৪ আগস্ট ছাত্রদের ওপর হামলা চালান। পরে ছাত্রদের ধাওয়ায় তিনি খুলনা আওয়ামী লীগ কার্যালয় থেকে পালাতে গিয়ে আহত হন। আহত হওয়ার সেই নথি জমা দিয়ে জুলাই যোদ্ধা হিসেবে ‘সি ক্যাটাগরিতে’ নাম তালিকাভুক্ত করেছেন তিনি। গত ১৪ জুলাই খুলনা জেলা প্রশাসকের কাছ থেকে তিনি ১ লাখ টাকা অনুদানের চেক গ্রহণ করেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সমকালকে বলেন, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী চেক বিতরণ করা হয়েছে। আলোচিত মিনারুল ইসলামের নামটিও মন্ত্রণালয় থেকে সুপারিশ করা। তারপরও ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন দ ন য বল গ ন ত ল ইসল ম য বল গ অন দ ন তদন ত

এছাড়াও পড়ুন:

গাজীপুরে আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, চিকিৎসকেরা বলছেন ‘গণমনস্তাত্ত্বিক রোগ’

গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার সকালে কারখানায় যোগদানের পর এসব শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টানা তিন দিন কারখানাটিতে শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। প্রথম দুই দিন পানি পান করে শ্রমিকেরা অসুস্থ হন। তবে আজ অসুস্থ শ্রমিকদের কেউই পানি পান করেননি। চিকিৎসকেরা এটিকে গণমনস্তাত্ত্বিক রোগ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুনগাজীপুরে কলের পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা১৭ মে ২০২৫

শিল্প পুলিশ ও কারখানাটির শ্রমিকদের সূত্রে জানা গেছে, গাজীপুর নগরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট কারখানায় শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দেন। এরপর একে একে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শ্রমিকদের কেউ কেউ জানান, তাঁদের মধ্যে মাথা ঘোরা ও বমি বমি ভাব আছে। আবুল কালাম নামের এক শ্রমিক বলেন, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘুরচ্ছে এবং বমি বমি ভাব হচ্ছে। কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামতেই তাঁর বমি হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

এ বিষয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন বিভাগের চিকিৎসক সায়েম কবীর বলেন, অসুস্থ শ্রমিকদের মধ্যে বেশির ভাগ বমি, মাথা ঘোরা, পেটে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন। তবে তাঁরা সবাই আশঙ্কামুক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকেরা মাস সাইকোজেনিক ইলনেস বা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত।

এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান।

সম্পর্কিত নিবন্ধ