প্রকৃতির রঙ, রূপ ও সরল সৌন্দর্যের কাছে নিজেকে নিবেদন করতে পারার মাঝে নির্মল এক আনন্দ লুকিয়ে আছে। দিনশেষে প্রকৃতিই আমাদের নতুন করে বাঁচতে শেখায়, ইতিবাচক হতে শেখায়। এমনই এক সরল ভাবনা থেকে দেশের সেরা শীর্ষস্থানীয় ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে ডিভোশন বা আত্মনিবেদন শিরোনামে ঈদ-উল-আজহার দারুণ একটি কালেকশন।
লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘চলতি বছরের কালেকশনটি ডিজাইন করা হয়েছে আত্মসমর্পণের ইতিবাচক অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে। আমরা অনেকেই ঈদ মানেই শুধু উৎসব ভাবি, কিন্তু ঈদ-উল-আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, দায়িত্ব আর ভালবাসার মাধ্যমে আত্মাকে আরো সমৃদ্ধ করা। এই নিবেদন হতে পারে প্রকৃতির সরল সৌন্দর্যের কাছেও। যার ফলে আমাদের মাঝে সাম্য ও সামঞ্জস্যতার ভারসাম্য ঠিক থাকে। আত্মনিবেদনের এই গভীর অনুভূতিই আমরা প্রকাশ করেছি পোশাকের রঙ, ডিজাইন আর ফেব্রিকে। গরমের সময় এবং ঈদের ব্যস্ততায় যেন আরাম আর স্টাইল দুইই মেলে, সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে এবারের কালেকশন’।
তিনি জানান, চলতি গ্রীষ্ম ও বর্ষার কথা মাথায় রেখে আরামদায়ক ফেব্রিক বেছে নেওয়া হয়েছে যেমন সুতি, লিনেন, মসলিন ও শিফন। থাকছে সাবলীল কাট, ফ্লোয়ি সিলুয়েট, এবং চলাফেরায় সহজতা এনে দেওয়া ডিজাইন। রঙের প্যালেটেও থাকছে আর্দি, বেজ ও নেভী প্যালেটের প্রাধান্য। সেন্টিমেন্ট কালার হিসেবে স্কাফড লেমন ও ওয়াশড ব্ল্যাকের অর্গানিক শেড, যেন সামার ও উৎসবের রঙে হালকা-গাড় শেডের ভারসাম্য বজায় থাকে। প্রাইমারি কালার প্যালেটে আর্মি গ্রিন, ব্ল্যাক, লাইট গ্রে, অফ হোয়াইট, কোকো ব্রাউন, টেরাকোটা, রেড, বার্ন অরেঞ্জ, ভায়োলেট-গ্রে, লাইট ল্যাভেন্ডার, অলিভ স্যান্ড, প্যাস্টেল ইয়েলো, ক্রিম, মাস্টার্ড ইয়েলো, চকোলেট ব্রাউন, স্লেট ব্লু’র মতো শান্ত, মিষ্টি ও উজ্জ্বল রঙের সমাহার।
প্রিন্টস্টোরিতে প্রাধান্য পেয়েছে আন্তর্জাতিক ফ্যাশন মৌসুমের সবচেয়ে ট্রেন্ডি মোটিফগুলো। হেয়ারলুম ব্লুমের প্রিন্টস্টোরিতে আমরা ঐতিহ্যকে সম্মান জানিয়েছি, যেখানে ট্যাপেস্ট্রিতে ফোটানো উজ্জল রঙের ফুল-লতা-পাতার প্রিন্ট দেখা যাবে। অর্নামেন্টাল মিডাও স্টোরিতে থাকবে ভিন্টেজ ফ্লোরালের প্রিন্ট। ভেইল্ড ভারডিওর নামের প্রিন্টস্টোরিতে দেখা যাবে শুকনো পাতার সৌন্দর্য, যা সামারের যেকোন উৎসবে মানিয়ে যাবে। জিওমেট্রিক রেলিক শিরোনামের প্রিন্টে দেখা যাবে ব্লক স্টাইলে জ্যামিতির কাজ। আরো থাকবে এথনিক নকশার ভারি প্রিন্ট, তার পাশেই দেখা যাবে মনোক্রোমাটিক বেইজ রঙের কালেকশন।
তিনি যোগ করেন, ঈদের পার্টিপোশাক ও পাঞ্জাবিতে কারচুপির লক্ষনীয় কাজ করা হয়েছে এবার। বিশেষ করে পাঞ্জাবি ও নারীদের এথনিক ডিজাইনে কারচুপির মাধ্যমেই প্রিন্টস্টোরির মোটিফগুলো ফুটিয়ে তুলেছি আমরা। প্রিন্টস্টোরিকে হাতের কাজে ফোটানোর এই প্রয়াস সবাই পছন্দ করবেন বলেই আশা করছি আমরা। পাশাপাশি, জ্যাকার্ড স্ট্রেচ, সিল্ক-ভিসকোস, জুম আর জ্যাকার্ড ভিসকোসের মত সামার-ফেস্টিভিটি উপযোগি কাপড়ের এক্সক্লুসিভ কিউরেশনও করা হয়েছে এবার।
নারীদের ঈদ-উল-আজহার কালেকশনে থাকছে এথনিক, ক্যাজুয়াল ও ওয়েস্টার্ন ফিউশন পোশাকের ডিজাইন। থাকবে লং কামিজ, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আবায়া, স্কার্ট সেট, শ্রাগ ও কেপ স্টাইল টপ এবং কটন ও হাফ সিল্ক শাড়ি। এছাড়াও এক্সক্লুসিভ পার্টি লাইন ‘নার্গিসাস’-এ দেখা যাবে মসলিনের গাউন, ভারি কারচুপি করা সালোয়ার কামিজ ও কাফতান। ঈদের সকালের আরামদায়ক আউটফিট হিসেবে থাকছে শর্ট ও মিড-লেংথ টিউনিক, শার্ট-টপস, টপ-বটম সেট ও আরামদায়ক বটমসের সমাহার।
পুরুষদের জন্য ডিজাইন করা হয়েছে মিনিমাল ও ভারি কাজের পাঞ্জাবি, শার্ট, পোলো, টি-শার্ট, এবং আরামদায়ক প্যান্ট-পাজামা। স্টাইল-পছন্দে এগিয়ে থাকা টিনদের জন্য থাকছে উৎসবের জন্য মানানসই ট্রেন্ডি পোশাকের একটি বিশাল কালেকশন। শিশুদের জন্য থাকছে সালোয়ার কামিজ, ফ্রক, টিউনিক, ঘাগরা-চোলি, পাঞ্জাবি, পোলো, টি-শার্ট আর বাচ্চাদের জন্য আরামদায়ক বটমস। মা-মেয়ে আর বাবা-ছেলের জন্য থাকছে মিনি-মি কালেকশন, যাতে পুরো পরিবারের সবার মিলেমিশে ঈদ করার আনন্দ পূর্ণতা পায়।
লা রিভ ঈদ-উল-আজহা ২০২৫ কালেকশন পাওয়া যাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও বরিশালের লা রিভ স্টোরে। আর ঘরে বসেই ঈদের শপিং করতে চাইলে ভিজিট করুন লা রিভের ওয়েবসাইট অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। মেসেঞ্জারেও অর্ডার দেওয়া যাবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প র ন টস ট র র ক ল কশন দ র জন য ড জ ইন
এছাড়াও পড়ুন:
‘অন্যদিন...’ মুক্তি পাচ্ছে ১১ জুলাই
প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে থাকার পর দর্শকের সামনে আসছে ‘অন্যদিন...’। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছবির পরিচালক কামার আহমাদ সাইমন জানান, জুলাইকে উৎসর্গ করে সিনেমাটি ১১ জুলাই মুক্তি পাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন।
পরিচালক কামারকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া।’ ২৪ সালের জুলাইয়ের আগে অন্যদিন… দেখানোয় নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো ছবিই বানাব না। কিন্তু জুলাই এসে সব ওলট-পালট করে দিল। বিগত রেজিমের জন্য ছবিটা প্রফেটিক হয়ে যাওয়ায় তারা আটকে দিয়েছিল অন্যদিন…। অথচ এখন আবার জুলাই এল বলেই অন্যদিন… দেখানো যাচ্ছে। সে জন্য আমরা ঠিক করি, জুলাইকে উৎসর্গ করে এই জুলাইয়েই মুক্তি দেব অন্যদিন…।’
২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড) জমা পড়েছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় ছবিটি নিয়ে আপত্তি তুলেছিল বিগত সরকার। এর পর থেকে ছবিটি আটকে ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের ইতি ঘটিয়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ বছরের মার্চে ছবিটি সার্টিফিকেশন সনদ পেয়েছে।
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে ছিল ‘অন্যদিন...’। ছবিটির জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’-এর সম্মাননা পান কামার আহমাদ সাইমন, সেই সঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন।
২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলোর অন্যতম প্রধান ইডফার মূল প্রতিযোগিতায় আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। ২০২২ সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য হ্যারেল অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সিনেমাটি।