কানের লাল গালিচা: সাজসজ্জায় উর্বশীর ব্যয় ২ হাজার কোটি টাকা!
Published: 19th, May 2025 GMT
ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। গত ১৩ মে এ উৎসবের ৭৮তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের আসরেও আবেদনময়ী লুকে রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।
কানের লাল গালিচায় উর্বশীর হাঁটার ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তাতে দেখা যায়, উর্বশীর পরনে অফ শোল্ডার গাউন। চোখে নীল আইশ্যাডো। মাথায় ক্রিস্টালের হেয়ারব্যান্ড। কানে মানানসই দুল। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে অভিনেত্রী চড়া মেকআপ। এবার উর্বশীর সঙ্গে মূল্যবান একটি টিয়া পাখিও ছিল।
কানের লাল গালিচায় যে গাউন, জুয়েলস, অ্যাকসেসরিস ব্যবহার করেছেন উর্বশী রাউতেলা; এসবের মোট মূল্য ১৫৫.
গাউন: উর্বশীর পরনের গাউনটি তৈরি করতে খরচ হয়ছে ৪.৮৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ কোটি ৯৯ লাখ টাকার বেশি)
রত্ন: মুসাইফ রেড, ওপেনহাইমার ব্লু, ড্রেসডেন গ্রিন এবং টিফানি ইয়েলোর মতো অতি-বিরল হীরা ব্যবহার করেন উর্বশী। যার মূল্য প্রায় ১৫১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৮৪০ কোটি ৩৮ লাখ টাকার বেশি)।
ক্লাচ: কৃত্রিম একটি টিয়া পাখি নিয়ে লাল গালিচায় হাজির হন উর্বশী। লাল হীরা খচিত জুডিথ লিবার স্কারলেট প্যারট ক্লাচটির মূল্য ৫ হাজার ৪৯৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৬৭ হাজার টাকার বেশি)।
৬ মাসে তৈরি, পরতে সময় লাগে ৭ ঘণ্টা
উর্বশীর পরনের গাইনের নাম— মাইকেল সিনকো। এটি বিশেষভাবে তৈরি করা হয়। গাউনটিতে মেক্সিকান শিল্পের একটি জটিল মোজাইক ব্যবহার করা হয়েছে; যা তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক অনুপ্রেরণা এবং কারুশিল্পের পরিচিতি। গাউনটি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস। মজার ব্যাপার হলো— উর্বশী রেড কার্পেটে হাঁটার আগে গাউনটি নিখুঁতভাবে পরতে ৭ ঘণ্টা সময় লেগেছিল।
উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি।
এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
তথ্যসূত্র: সিয়াসাত ডটকম
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি