মোটরসাইকেল আরোহী নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন
Published: 20th, May 2025 GMT
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রবীন্দ্রনাথ সরকার (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে চালক সঞ্জীব বিশ্বাস (৫৫) আহত হয়েছেন। এ দুর্ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন ধরিয়ে দিয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রবীন্দ্রনাথ সরকারের বাড়ি গোপালগঞ্জ শহরের পারহাউজ রোডে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। আহত সঞ্জীব বিশ্বাসের বাড়ি একই এলাকায়।
আরো পড়ুন:
গাছে অটোরিকশার ধাক্কা, স্বেচ্ছাসেবক দল নেতা ও ব্যবসায়ী নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, খুলনা থেকে বরিশালগামী নয়ন পরিবহনের যাত্রীবাহী বাস সাতপাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এর পিছনে দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে বাসের পিছনে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী রবীন্দ্রনাথ সরকার মারা যায়।
এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। পরে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসে আগুন দেয়ার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা/বাদল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ন হত গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।