আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল প্রসিকিউশন
Published: 23rd, May 2025 GMT
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলস সংশোধন করে বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সমকালকে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তা হিসেবে ক্ষমতাপ্রাপ্ত প্রসিকিউটরকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।
বিচারপতি মো.
এ ছাড়া অপরাধী সংগঠন হিসেবে শাস্তির ব্যবস্থার পদ্ধতি ঠিক করা হয়েছে। পাশাপাশি চিফ প্রসিকিউটর চাইলে ট্রাইব্যুনালের কোনো মামলা সাধারণ আদালতে বিচারের জন্য পাঠাতে পারবেন।
তবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান সমকালকে বলেন, তদন্ত সংস্থাকে আগে থেকেই আসামি গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া আছে। এর আগে জুলাই-আগস্ট গণহত্যার অপরাধের মামলায় আসামিদের গ্রেপ্তার করতে নিজস্ব ক্ষমতা চেয়ে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কয়েকটি ধারা সংশোধন করে সরকার। পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল কার্যবিধি সংশোধন করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, প্রসিকিউটরদের আসামি গ্রেপ্তারের ক্ষমতা থাকলে অনেক ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। অনেক সময় আসামি চিহ্নিত হওয়ার পর ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট আদেশ নিয়ে যেতে যেতে আসামি পালিয়ে যায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র র ক ষমত তদন ত স স থ কর মকর ত র তদন ত প রস ক অপর ধ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন