কুমিল্লা নগরীর একটি মাদক নিরাময় কেন্দ্রে কাজী সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর ডুলিপাড়া নগরীর নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এ ঘটনায় এলাকার লোকজন ও সোহেলের পরিবার প্রতিবাদ জানালে মাদক নিরাময় কেন্দ্রের লোকজনের সঙ্গে তাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

কাজী সোহেল জেলার বরুড়া উপজেলার ১০নং উত্তরশীল মুড়ি ইউনিয়নের লতিফপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

সোহেলের বড় বোন মাসুদা বেগম সমকালকে জানান, আমার ভাইকে ৩ মাস ১২ দিন আগে নগরীর ডুলীপাড়া এলাকায় নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে আমার ভাইকে ওই নিরাময় কেন্দ্রে দুপুরের খাবার খাইয়ে আমরা বাড়ি চলে যায়। বিকেলে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে আমার ভাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে আমরা দ্রুত ওই নিরাময় কেন্দ্রে ছুটে আসলে এখানের শত শত লোকজনের উপস্থিতিতে দেখি। আমার ভাইকে নিরাময় কেন্দ্রের  লোকজন মেরে ফেলেছে বলে প্রতিবাদ করলে নিরাময় কেন্দ্রের লোকজন আমাদের ওপর হামলা চালায়। পরে ওই মাদক নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদক নিরাময় কেন্দ্রের এক কর্মচারী বলেন, সোহেল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

রাত পৌনে দশটার দিকে সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম সমকালকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র ভ ল কজন নগর র

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ