ভারতে কাজ করতে গিয়ে ফিরে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে পতাকা বৈঠকের পর তাদেরকে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বিএসএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এস এইচ এল সিমতি এবং বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন।

বিজিবির হাতে তুলে দেওয়া ২৪ বাংলাদেশির মধে ১২ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু। তাদের মধ্যে ২৩ জন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়াসহ একই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। একজন নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে আটক থাকা ২৪ বাংলাদেশিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাছে হস্তান্তরের জন্য বার্তা দেওয়া হয়। পরে বিজিবি ওই বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করে।

ওই বাংলাদেশিরা জানিয়েছেন, তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান। দেশে ফেরার সময় বিএসএফ তাদের আটক করে।

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিরা হলেন— কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), মেয়ে তাসলিমা, মা তানেকা বেগম (৪৬) ও বোন তাহেরা খাতুন (৭), দাসিয়ার ছড়ার কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩), মানব আলীর স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) ও তার স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯) ও মেয়ে কাজলী (২), ফুলবাড়ী উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫), তার স্ত্রী আনজুমা বেগম (৪৩), ছেলে আশিক বাবু (১৪), মেয়ে জান্নাতি খাতুন (১৯), জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, একই উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫), তার স্ত্রী আলমিনা বেগম (২৯), মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) ও আরমান (২) এবং নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

ঢাকা/বাদশাহ্/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র ব ব এসএফ

এছাড়াও পড়ুন:

কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইন করল বিএসএফ

কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫২ জনকে বাংলাদেশে পুশইন করেছে। বুধবার মধ্য রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত তাদের পুশইন করা হয়। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু। 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহলদল ৫২ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করেছে। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। তবে আটক হওয়ারা বাংলাদেশি। তারা বিজিবি’র হেফাজতে রয়েছেন এবং যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • এবার কানাইঘাট সীমান্তে ২১ জনকে পুশইন করল বিএসএফ
  • কাজের সন্ধানে দিল্লিতে গিয়ে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • সিলেট সীমান্তে আরও ২১ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
  • কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি
  • বিএসএফের ঠেলে পাঠানো ২১ জনকে রাখা হয়েছে কমিউনিটি সেন্টারে
  • পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন
  • ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
  • পঞ্চগড় সীমান্তে আরো ২১ জনকে পুশ-ইন করল ভারত
  • কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইন করল বিএসএফ