কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ২৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর ওই বাংলাদেশিদের ফেরত আনা হয়।

ওই ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়েছিলেন। পরে দেশে ফেরার সময় বিএসএফ তাঁদের আটক করে। তবে তাঁরা ঠিক কত দিন আগে কাজের জন্য ভারতে গিয়েছিলেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। এ ছাড়া বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির ১০ জন সদস্য ও বিএসএফের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আটক বাংলাদেশিদের আনুষ্ঠানিকভাবে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি। ওই ২৪ জনের মধ্যে পুরুষ ৮ জন, নারী ৮ জন ও আট শিশু ছিল।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এসএফ

এছাড়াও পড়ুন:

কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইন করল বিএসএফ

কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫২ জনকে বাংলাদেশে পুশইন করেছে। বুধবার মধ্য রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত তাদের পুশইন করা হয়। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু। 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহলদল ৫২ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করেছে। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। তবে আটক হওয়ারা বাংলাদেশি। তারা বিজিবি’র হেফাজতে রয়েছেন এবং যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • এবার কানাইঘাট সীমান্তে ২১ জনকে পুশইন করল বিএসএফ
  • কাজের সন্ধানে দিল্লিতে গিয়ে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • সিলেট সীমান্তে আরও ২১ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
  • কুড়িগ্রাম সীমান্তে ২৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর 
  • বিএসএফের ঠেলে পাঠানো ২১ জনকে রাখা হয়েছে কমিউনিটি সেন্টারে
  • পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন
  • ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
  • পঞ্চগড় সীমান্তে আরো ২১ জনকে পুশ-ইন করল ভারত
  • কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইন করল বিএসএফ