কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি
Published: 24th, May 2025 GMT
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ২৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর ওই বাংলাদেশিদের ফেরত আনা হয়।
ওই ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়েছিলেন। পরে দেশে ফেরার সময় বিএসএফ তাঁদের আটক করে। তবে তাঁরা ঠিক কত দিন আগে কাজের জন্য ভারতে গিয়েছিলেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। এ ছাড়া বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির ১০ জন সদস্য ও বিএসএফের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আটক বাংলাদেশিদের আনুষ্ঠানিকভাবে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি। ওই ২৪ জনের মধ্যে পুরুষ ৮ জন, নারী ৮ জন ও আট শিশু ছিল।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এসএফ
এছাড়াও পড়ুন:
৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক আট বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন– চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের হাকিমপুর গ্রামের মামুন মিয়া, সোহেল মিয়া, মো. রাকিবুল, শিহাব উদ্দিন, শাকিল মিয়া, রুবেল মিয়া, রিহান মিযা ও মো. ইকবাল।
ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, এই আটজন বাংলাদেশি যুবক কাজের সন্ধানে দালালের মাধ্যমে কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। বিএসএফ তাদের ফেরত দেওয়ার পর সবাইকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, আটক আটজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।