মেসির জাদুকরী গোল, ঘুরে দাঁড়িয়ে হার এড়াল মায়ামি
Published: 25th, May 2025 GMT
মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচ জয়হীন থেকে বেশ চাপে ছিল ইন্টার মায়ামি। চাপ দূর করতে আজ ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটিকে পাখির চোখ করেছিল তারা। লিওনেল মেসিও বলেছিলেন, কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর কথা, নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার কথা। কিন্তু মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আজ হারতে থাকা ম্যাচে কোনো রকমে ৩-৩ গোলে ড্র করেছে তারা।
ফিলাডেলফিয়ার মাঠ সুবারো পার্কে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর ৮৬ মিনিট পর্যন্ত মায়ামি পিছিয়ে ছিল ৩-১ গোলে। এমন পরিস্থিতিতে দলটি যখন আরেকটি হারের শঙ্কায় কাঁপছিল তখনই এগিয়ে আসেন মেসি।
দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে ৮৭ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান ৩-২ করেন আর্জেন্টাইন মহাতারকা। বক্সের কিছুটা বাইরে থেকে মানবদেয়াল এড়িয়ে বাঁ পাশের কোনো ঘেঁষে মেসির নেওয়া শটটি ফিলাডেলফিয়া গোলরক্ষক ভিনসেন্ট রিকের হাত লেগেই জালে জড়ায়।
আরও পড়ুনইন্টার মায়ামি কেমন, এবার বুঝতে পারবেন মেসি১৯ মে ২০২৫মেসির এই গোলের পর নতুন করে উজ্জীবিত হয়ে উঠে মায়ামি এবং যার ফলও পায় তারা। যোগ করা সময়ের শেষ দিকে তেলাসকো সেগোভিয়ার গোলে সমতা ফেরায় মায়ামি। শেষ মুহূর্তের এই গোলে হারতে থাকা ম্যাচটিতে ঘুরে দাঁড়িয়ে ৩-৩ ব্যবধানে ড্র করে ফ্লোরিডার ক্লাবটি।
ঘুরে দাঁড়িয়ে হার এড়ালেও এই ফল মেসিদের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই এখন জয়হীন মায়ামি। এই ৮ ম্যাচে সব মিলিয়ে দলটি গোল হজম করেছে ২৩টি।
মেসির গোল উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস