আইপিএলে লিগ পর্বের শেষ দিনেও নানা সমীকরণ
Published: 27th, May 2025 GMT
প্লে-অফ পর্বের চার দল নিশ্চিত হয়েছে বেশ কয়েক দিন আগে। ম্যাচের হিসাবে লিগ পর্বের ৭ ম্যাচ বাকি থাকতে। আইপিএল ইতিহাসে এত আগে কখনোই প্লে-অফের চার দল নিশ্চিত হয়নি।
তবে আজ লিগ পর্ব শেষ হতে চললেও সমীকরণ ও হিসাব–নিকাশ এখনো শেষ হয়নি। শীর্ষে চারের কে কোন অবস্থানে থাকবে, কারা প্রথম কোয়ালিফায়ারে এবং কারা এলিমিনেটরে মুখোমুখি, সেটি নির্ধারিত হবে আজ রাতে পন্ত–পুরানদের লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কোহলি–পতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে।
এরপরও আইপিএলে সমীকরণ শেষ হয়নি। প্লে-অফের লড়াই শেষ হওয়ার পর থেকেই কোয়ালিফায়ারের লড়াই শুরু হয়েছে। যে লড়াইয়ে কাল প্রথম দল হিসেবে পাঞ্জাব কিংস কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছেন।
কাল রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পাঞ্জাব কিংস। প্রীতি জিনতার পাঞ্জাবের প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হয়েছে। সেই ম্যাচ তাদের প্রতিপক্ষ হবে শীর্ষ দুইয়ে থাকা আরেক দল। আম্বানি পরিবারের মুম্বাইয়ের এলিমিনেটরে খেলা নিশ্চিত হয়েছে। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটিও জানা যাবে আজ।
আইপিএলের নিয়ম অনুযায়ী, লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার এক ও দুই নম্বরে থাকা দল প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পায়। তিন ও চার নম্বরে থাকা দলকে খেলতে হয় এলিমিনেটরে।
প্রথম কোয়ালিফায়ারে জেতা দল সরাসরি ফাইনালে উঠে যায়। আর হারা দল ফাইনালে ওঠার আরেকটি সুযোগ হিসেবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে। সেই ম্যাচে তারা প্রতিপক্ষ হিসাবে পায় এলিমিনেটরে জয়ী দলকে। স্পষ্টতই কোয়ালিফায়ারে উঠতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ, তাদের হাতে দুটি সুযোগ থাকে। অন্যদিকে এলিমিনেটরে থাকা দলকে ফাইনালে উঠতে হলে দুই ধাপ পেরিয়ে আসতে হয়।
আজ লক্ষ্ণৌকে হারাতে পারলেই শীর্ষ দুই নিশ্চিত হবে বেঙ্গালুরুর। তবে তালিকার এক নম্বরে উঠতে হলে পাঞ্জাব কিংসকে ০.৩৭২ ব্যবধানে পেছনে ফেলতে হবে।
আজ হতে যাওয়া লক্ষ্ণৌ–বেঙ্গালুরু ম্যাচের ফলই নিশ্চিত করবে, কে পাঞ্জাবের বিপক্ষে কোয়ালিফায়ারে খেলবে আর কে মুম্বাইয়ের বিপক্ষে এলিমিনেটেরে খেলবে।
লক্ষ্ণৌ অনেক আগেই প্লে–অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। ঋষভ পন্তের দল এই মুহূর্তে পয়েন্ট তালিকার সাতে আছে। আজ কোহলিদের বিপক্ষে জিততে পারলে ছয়ে থেকে এবং বড় ব্যবধানে হেরে গেলে আটে থেকে মৌসুম শেষ করবে।
আরও পড়ুনলাহোরে শিশির নেই, তবু কেন শিশিরে ভয় লিটনদের২ ঘণ্টা আগেআজ লক্ষ্ণৌ–বেঙ্গালুরু ম্যাচের ফল কী হলে কী হবেরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
পয়েন্ট: ১৭
নেট রান রেট: +০.২৫৫
বাকি ম্যাচ: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
এই ম্যাচে লক্ষ্ণৌকে হারাতে পারলেই শীর্ষ দুই নিশ্চিত হবে বেঙ্গালুরুর। তবে তালিকার এক নম্বরে উঠতে হলে পাঞ্জাব কিংসকে ০.৩৭২ ব্যবধানে পেছনে ফেলতে হবে। সে জন্য দরকার—২০০ রান করে ৩৪ রানে জয় অথবা ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ বল বাকি রেখে জয়।
এই শর্ত পূরণ না হলেও জিতলেই তারা দ্বিতীয় স্থানে থাকবে। তবে হারলে ১৭ পয়েন্টেই আটকে থাকতে হবে। সে ক্ষেত্রে তারা তৃতীয় হয়ে মুম্বাইয়ের বিপক্ষে এলিমিনেটরে খেলবে।
লক্ষ্ণৌ আগেই টুর্নামেন্ট থেকে বাদউৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম ক য় ল ফ য় র ন শ চ ত হয় ল গ পর ব এল ম ন ট পর ব র লক ষ ণ ফ ইন ল
এছাড়াও পড়ুন:
৪৫তম বিসিএসে ষষ্ঠ পর্যায়ে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা, ১১ প্রার্থীর স্থগিত
৪৫তম বিসিএসের ষষ্ঠ পর্যায়ের মৌখিক ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৮৯৭ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৩৩ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের ষষ্ঠ পর্যায়ের মৌখিক পরীক্ষা ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১০৫ জনের, ২৪ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১০৫ জন, ২৫ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১৩৫ জনের, ২৮ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১৩৫ জনের, ২৯ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ২২৫ জনের, ৩০ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১৯২ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৩৩ জনের ভাইভা হবে।
৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিত যাঁদের৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ কারিগরি বা পেশাগত ১১ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন৪৭তম বিসিএস: প্রিলি পরীক্ষার আগের রাত ও পরীক্ষার দিন করণীয়১৬ সেপ্টেম্বর ২০২৫বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৫তম বিসিএস পরীক্ষার এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত করা ১১ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। কারিগরি বা পেশাগত ক্যাডার-11023570, 11026667, 11029561, 11033100, 11039725, 11052206, 11054907, 11153867, 11171820, 12004882, 16003128—এই ১১ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত।
আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলি: পরীক্ষার হলে কোন ভুলে পিছিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা ১৭ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ২ ঘণ্টা আগে