প্লে-অফ পর্বের চার দল নিশ্চিত হয়েছে বেশ কয়েক দিন আগে। ম্যাচের হিসাবে লিগ পর্বের ৭ ম্যাচ বাকি থাকতে। আইপিএল ইতিহাসে এত আগে কখনোই প্লে-অফের চার দল নিশ্চিত হয়নি।

তবে আজ লিগ পর্ব শেষ হতে চললেও সমীকরণ ও হিসাব–নিকাশ এখনো শেষ হয়নি। শীর্ষে চারের কে কোন অবস্থানে থাকবে, কারা প্রথম কোয়ালিফায়ারে এবং কারা এলিমিনেটরে মুখোমুখি, সেটি নির্ধারিত হবে আজ রাতে পন্ত–পুরানদের লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কোহলি–পতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে।

এরপরও আইপিএলে সমীকরণ শেষ হয়নি। প্লে-অফের লড়াই শেষ হওয়ার পর থেকেই কোয়ালিফায়ারের লড়াই শুরু হয়েছে। যে লড়াইয়ে কাল প্রথম দল হিসেবে পাঞ্জাব কিংস কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছেন।

কাল রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পাঞ্জাব কিংস। প্রীতি জিনতার পাঞ্জাবের প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হয়েছে। সেই ম্যাচ তাদের প্রতিপক্ষ হবে শীর্ষ দুইয়ে থাকা আরেক দল। আম্বানি পরিবারের মুম্বাইয়ের এলিমিনেটরে খেলা নিশ্চিত হয়েছে। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটিও জানা যাবে আজ।

আইপিএলের নিয়ম অনুযায়ী, লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার এক ও দুই নম্বরে থাকা দল প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পায়। তিন ও চার নম্বরে থাকা দলকে খেলতে হয় এলিমিনেটরে।

প্রথম কোয়ালিফায়ারে জেতা দল সরাসরি ফাইনালে উঠে যায়। আর হারা দল ফাইনালে ওঠার আরেকটি সুযোগ হিসেবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে। সেই ম্যাচে তারা প্রতিপক্ষ হিসাবে পায় এলিমিনেটরে জয়ী দলকে। স্পষ্টতই কোয়ালিফায়ারে উঠতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ, তাদের হাতে দুটি সুযোগ থাকে। অন্যদিকে এলিমিনেটরে থাকা দলকে ফাইনালে উঠতে হলে দুই ধাপ পেরিয়ে আসতে হয়।

আজ লক্ষ্ণৌকে হারাতে পারলেই শীর্ষ দুই নিশ্চিত হবে বেঙ্গালুরুর। তবে তালিকার এক নম্বরে উঠতে হলে পাঞ্জাব কিংসকে ০.

৩৭২ ব্যবধানে পেছনে ফেলতে হবে।

আজ হতে যাওয়া লক্ষ্ণৌ–বেঙ্গালুরু ম্যাচের ফলই নিশ্চিত করবে, কে পাঞ্জাবের বিপক্ষে কোয়ালিফায়ারে খেলবে আর কে মুম্বাইয়ের বিপক্ষে এলিমিনেটেরে খেলবে।

লক্ষ্ণৌ অনেক আগেই প্লে–অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। ঋষভ পন্তের দল এই মুহূর্তে পয়েন্ট তালিকার সাতে আছে। আজ কোহলিদের বিপক্ষে জিততে পারলে ছয়ে থেকে এবং বড় ব্যবধানে হেরে গেলে আটে থেকে মৌসুম শেষ করবে।

আরও পড়ুনলাহোরে শিশির নেই, তবু কেন শিশিরে ভয় লিটনদের২ ঘণ্টা আগেআজ লক্ষ্ণৌ–বেঙ্গালুরু ম্যাচের ফল কী হলে কী হবে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

পয়েন্ট: ১৭
নেট রান রেট: ‍+০.২৫৫
বাকি ম্যাচ: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
এই ম্যাচে লক্ষ্ণৌকে হারাতে পারলেই শীর্ষ দুই নিশ্চিত হবে বেঙ্গালুরুর। তবে তালিকার এক নম্বরে উঠতে হলে পাঞ্জাব কিংসকে ০.৩৭২ ব্যবধানে পেছনে ফেলতে হবে। সে জন্য দরকার—২০০ রান করে ৩৪ রানে জয় অথবা ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ বল বাকি রেখে জয়।

এই শর্ত পূরণ না হলেও জিতলেই তারা দ্বিতীয় স্থানে থাকবে। তবে হারলে ১৭ পয়েন্টেই আটকে থাকতে হবে। সে ক্ষেত্রে তারা তৃতীয় হয়ে মুম্বাইয়ের বিপক্ষে এলিমিনেটরে খেলবে।

লক্ষ্ণৌ আগেই টুর্নামেন্ট থেকে বাদ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম ক য় ল ফ য় র ন শ চ ত হয় ল গ পর ব এল ম ন ট পর ব র লক ষ ণ ফ ইন ল

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ