যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের অ্যাসিট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারকে আদালতে নির্দোষ ঘোষণা এবং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম ও রাজশাহীতে হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে ছাত্র-জনতা ব্যানারে এই মিছিল বের করা হয়।
বাম ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা মিছিলে অংশ নেন। মিছিল অশ্বিনী কুমার হল থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধী জামায়াত এ দেশে কোনদিন ক্ষমা পাবে না। রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্রে এটিএম আজাহারকে আদালত নির্দোষ ঘোষণা করে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এর প্রতিবাদে রাজশাহী ও চট্টগ্রামে বিক্ষোভ হলে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা পুরানো কায়দায় সন্ত্রাসী হামলা করেছে। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জামায়াত শিবিরকে রুখে দেওয়া হবে।
সমাবেশে বক্তব্য দেন- ছাত্রফ্রন্টের সুজন আহমেদ, ছাত্র ইউনিয়নের অনুপ রায়, ভুমিকা ভৌমিক প্রমুখ। বাসদ নেত্রী ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।