গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে দুটি পেট্রলবোমা নিক্ষেপ
Published: 29th, May 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় ‘নিসর্গ’ নামের একটি রিসোর্টের সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বুধবার বিস্ফোরক দ্রব্য আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিসর্গ রিসোর্টটি পরিচালনা করে গ্রামীণ টেলিকম ট্রাস্ট।
মামলার বাদী নিসর্গ রিসোর্টের দায়িত্বরত কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল ওয়াদুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ধারণা করছি, কেউ আমাদের ভয়ভীতি দেখানোর জন্য এমনটা করে থাকতে পারে।’
মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে গত সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনেন কর্তব্যরত ব্যক্তিরা। এরপর ভোরে আবার একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল, ভাঙা কাচ ও একটি প্লাস্টিকের জারকিন উদ্ধার করা হয়।
মামলায় উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে দুর্বৃত্তরা রিসোর্টের পূর্ব পাশের কাঁঠালবাগানে গোপন বৈঠক করেছে। ধারণা করা হচ্ছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকার উৎখাতের উদ্দেশ্যে তারা ওই বৈঠক করে এবং পরিকল্পিতভাবে নিসর্গ রিসোর্টের সীমানাপ্রাচীরের ভেতরে পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায়।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নির্বাচনে বিএনপির মনোনয়ন আলোচনায় যেসব তারকা
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে—এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোও তাই নির্বাচনমুখী। অন্তর্বর্তী সরকার বারবার জানিয়েছে, যে করেই হোক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন তারা সম্পন্ন করবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে যাঁরা এগিয়ে আছেন, তাঁরাই আলোচনায় আছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিনোদন অঙ্গনের তারকারাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তাঁদের নামও শোনা যাচ্ছে।
বেবী নাজনীন