গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় ‘নিসর্গ’ নামের একটি রিসোর্টের সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বুধবার বিস্ফোরক দ্রব্য আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিসর্গ রিসোর্টটি পরিচালনা করে গ্রামীণ টেলিকম ট্রাস্ট।

মামলার বাদী নিসর্গ রিসোর্টের দায়িত্বরত কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল ওয়াদুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ধারণা করছি, কেউ আমাদের ভয়ভীতি দেখানোর জন্য এমনটা করে থাকতে পারে।’

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে গত সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনেন কর্তব্যরত ব্যক্তিরা। এরপর ভোরে আবার একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল, ভাঙা কাচ ও একটি প্লাস্টিকের জারকিন উদ্ধার করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে দুর্বৃত্তরা রিসোর্টের পূর্ব পাশের কাঁঠালবাগানে গোপন বৈঠক করেছে। ধারণা করা হচ্ছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকার উৎখাতের উদ্দেশ্যে তারা ওই বৈঠক করে এবং পরিকল্পিতভাবে নিসর্গ রিসোর্টের সীমানাপ্রাচীরের ভেতরে পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায়।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো.

যাবের সাদেক প্রথম আলোকে বলেন, রিসোর্টটির অবস্থান অনেকটাই জনশূন্য এলাকায়। দুর্বৃত্তরা রাতের আঁধারে কাজটি করে পালিয়ে যায়। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ