বিকেলে বিসিবির বোর্ড সভা, সভাপতি হচ্ছেন বুলবুল
Published: 30th, May 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা শুক্রবার বিকেলে এক সভায় বসছেন। ওই সভায় বিসিবির সংখ্যাগরিষ্ট পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবি সূত্রে সভার বিষয়টি জানা গেছে। এছাড়া সূত্র নিশ্চিত করেছে, বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় তাকে কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়।
গতকাল রাতে ফারুক আহমেদের ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকের পদ বাতিল করে চিঠি দেওয়া হয়। তার আগেই কাউন্সিলর হওয়ায় চিঠি পান বুলবুল।
বিসিবি সভাপতি হতে হলে শুধু কাউন্সিলর নয় পরিচালক হতে হবে। বিকেলের বোর্ড সভার আগে বুলবুলকে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে প্রজ্ঞাপন দেওয়া হবে বলেও জানা গেছে। এরপর বিসিবির বাকি ৯ পরিচালকের সংখ্যাগরিষ্টজন বুলবুলকে ভোট দিলে বিসিবির নতুন সভাপতি হতে বাধা নেই।
জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতন ঘটলে বিদেশ থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগপত্র পাঠান। তার জায়গায় সরকারের চাওয়ায় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ। কিন্তু দায়িত্ব পালনের ৯ মাসে বিসিবির সংখ্যাগরিষ্ট পরিচালকরা ক্রীড়া উপদেষ্টা বরাবর অনাস্থা চিঠি দিলে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।
ফারুক আহমেদের জায়গায়একই নিয়ম অনুসরণ করে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবি সভাপতি হতে যাচ্ছেন বুলবুল। তবে সাবেক এই ক্রিকেটার সমকালকে আগেই জানিয়েছেন, তিনি দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান না। বিসিবির নির্বাচন পর্যন্ত দায়িত্বে থেকে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিতে চান। তার বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই বলেও পরিষ্কার করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ র ক আহম দ
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে অঝোরে বৃষ্টি, রাস্তায় পানি, আশঙ্কা পাহাড়ধসের
চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ কারণে নগরের কয়েকটি এলাকায় পানি জমে গেছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভোর পাঁচটার দিকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। সকাল ৯টা নাগাদ বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছে।
টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের সড়কগুলোয় যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে। ব্যস্ততম মোড়গুলোয় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশা আর রিকশাও ছিল কম। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। এ ছাড়া সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যেতে যেসব অভিভাবক বাইরে বের হয়েছেন, তাঁদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় পর যানবাহন পেলেও অনেকে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে ছোটেন।
আবহাওয়ায় অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা) চট্টগ্রামে ৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পানি জমেছে। এ কে খান সি–গেট এলাকা, চট্টগ্রাম, ৩১ জুলাই, সকাল সাড়ে ১০টায় তোলা